শিরোনাম

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৮, ০৫:৩৮ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০১৮, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজিএমইএ ভবনের শুনানি শেষ আদেশ ২৭ মার্চ

জুয়াইরিয়া ফৌজিয়া : রাজধানীর হাতিরঝিলে অবৈধভাবে তৈরি করা বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর বহুতল ভবনটি ভাঙার জন্য শুনানি শেষ করে এবং আদেশের দিন ধার্য হয়েছে ২৭ মার্চ মঙ্গলবার।

রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ এ আরও এক বছর সময় চেয়ে আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে।

বিজিএমইএর পক্ষে শুনানি করেন কামরুল হক সিদ্দিকী। পরে তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের অক্টোবরে ভবন ভাঙার জন্য এক বছরের সময় চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে বিজিএমইএ।

সময় চাওয়ার কারণ হিসেবে বলা হয়েছিল, রাজউক নতুন ভবনের জন্য জমি দিয়েছে, এখন সবকিছু প্রক্রিয়াধীন আছে। ভবন থেকে সবকিছু শিফট করতে তো অনেক সময়ের প্রয়োজন। তাই সময় চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়েছে। এর আগে গত বছরের গত ১২ মার্চ বিজিএমইএকে ৬ মাসের সময় দেয় আপিল বিভাগ।

২০১১ সালে হাইকোর্ট রায় দিয়েছিলেন। এরপর ২০১৬ সালের ২ জুন আপিল বিভাগ তা বহাল রেখেছেন। কিন্তু এ সময়ের মধ্যে সরানোর কোনো চেষ্টা করেননি। এরপর ৬ মাসের সময় দিয়ে আবেদনটির নিষ্পত্তি করে দেন।
সূত্র : এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়