শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৮, ০৫:২৮ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০১৮, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসএল ফাইনালের জন্য প্রস্তুত করাচি, শহরজুড়ে উৎসব

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের জনগন নানা মতভেদের কারণে অনেকভাগে বিবক্ত। তবে শুধু একটি ক্ষেত্রে সব পাকিস্তানিই এক পতাকার নিচে সারিবদ্ধ। আর সেটা হলো ক্রিকেট। ২০ মিলিয়ন ক্রিকেট পাগল জনগণের শহর করাচিতে এখন চলছে ধুন্ধুমার উৎসবের আমেজ। পুরো শহরে যেন এখন বাজছে ঈদের বাজনা। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরের ফাইনাল যে আজ অনুষ্ঠিত হবে করাচির মাঠে! বাংলাদেশ সময় রাত ৯ টায় করাচি ন্যাশনাল স্টেডিয়ামে শিরোপার জন্য লড়বে ইসলামাবাদ ও পেশোয়ার।

২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ ছিল। গত বছর লাহোরে পিএসএল ফাইনাল দিয়েই ফের কোনো বড় আসর বসে দেশটিতে। আজ রোববারের ফাইনালও হতে যাচ্ছে ২০০৯ সালের পর করাচিতে বড় কোনো আসর। পাকিস্তানে ফের ক্রিকেট ফেরার দ্বিতীয় ধাপও বলা যেতে পারে এটিকে।

পিএসএলের ফাইনাল ঘিরে করাচি এখন কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা। সেই নিরাপত্তার মধ্যেই মঞ্চস্থ হবে পেশোয়ার ও ইসলামাবাদের ম্যাচ। দুই দলই একবার করে জিতেছে শিরোপা। পেশোয়ার বর্তমান চ্যাম্পিয়ন এবং ইসলামাবাদ ২০১৬ সালের প্রথম আসরের চ্যাম্পিয়ন। এবারের ফাইনাল তাই দুই দলের জন্য দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলার। সবমিলে দারুণ একটা ফাইনালের বার্তাই দিচ্ছে ম্যাচটি।

বিদেশিদের কেউ কেউ পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়নি। গতবারের মতো তাই এবারও এমন খেলোয়াড়দের বাইরে রাখা হয়েছে। তবে লুক লনকি, জেপি ডুমিনি, স্যামুয়েলস বদ্রি, ড্যারেন সামি, আন্দ্রে ফ্লেচার, ক্রিস জর্ডানের মতো খেলোয়াড়রা থাকছেন দুই দলের হয়ে ফাইনালে।

এবারের পিএসএলে বাংলাদেশ থেকে খেলেছেন তিন তারকা- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান। তামিমের পেশোয়ার জালমি উঠেছে ফাইনালে। তবে প্রথম এলিমিনেটর ম্যাচে ইনজুরিতে পড়ায় ব্যাংকক চলে যান তামিম। সাব্বির শনিবার রাতে করাচি গেছেন ম্যাচটি খেলতে।

অন্যদিকে ইসলামাবাদ ইউনাইটেড তাদের নিয়মিত অধিনায়ক মিসবাহ-উল-হককে পাচ্ছে না। মিসবাহ ইনজুরিতে পড়ায় করাচি কিংসের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচ মিস করেছিলেন। ফিটনেস সমস্যায় থাকছেন না ফাইনালেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়