শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৮, ০৪:৫৭ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০১৮, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাইনাল ম্যাচে রাতে মুখোমুখি আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : নান ঘটনা-অঘটন ঘটিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পর্দা নামছে আজ রোববার। ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের ফাইনালের মধ্য দিয়েই শেষ হবে মিনি বিশ্বকাপের এই আসর। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় দুই দল বেশ ফুরুফুরে মেজাজেই খেলতে নামবে। কারণ, ১০ দলের এই টুর্নামেন্টে সবার লক্ষ্যই ছিল ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপের টিকেট হাতে পাওয়া। এই উদ্দেশ্য সফল হয়েছে ফাইনালিস্ট দুই দলেরই।

কয়েক সপ্তাহ আগেই এই লড়াইয়ে ক্যারিবিয়দের ফেবারিট বলে দেয়া যেত। কিন্তু ব্যাপারটি এখন আর তেমন নেই। যে আফগানরা প্রায় বাদ পড়তেই বসেছিল টুর্নামেন্ট থেকে, সেখান থেকে সুপার সিক্সে। সুপার সিক্সে একেবারে শেষ দিকে জিম্বাবুয়ের হারের পর আফগানিস্তান ও আয়ারল্যান্ড দুই দলের সামনেই সৃষ্টি হয় ফাইনালে যাওয়ার সুযোগ। আইরিশদের বিপক্ষে জ্বলে উঠে আফগানরা নিশ্চিত করেছে ফাইনাল। সাথে নিশ্চিত হয়েছে বিশ্বকাপের টিকিটও।

অন্যদিকে দুইবারের বিশ্বকাপ জয়ী দল ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটাও স্বচ্ছন্দ ছিল না। ধাক্কা খেয়েছে দলটি। কিন্তু ফাইনালে ওঠার পথে ৭ ওয়ানডের ৬টিই তারা জিতেছে। এই জয়ের মানসিকতাই তাদের সাহায্য করবে রোববারের ম্যাচে।

আর ক্যারিবিয়দের একমাত্র পরাজয়টিও আফগানদের বিপক্ষে, সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচেই। সেই ম্যাচের ফলাফল হয়ত ফাইনালের উপর কোন প্রভাব বিস্তার করবে না। বরং, এই ম্যাচটি হতে পারে ২০১৯ বিশ্বকাপ কেমন হবে তার ড্রেস রিহার্সাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়