শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৮, ০৮:৫১ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০১৮, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমিউনিটি ক্লিনিকেই মিলছে স্বাস্থ্যসেবা

ডেস্ক রিপোর্ট : হাওরঘেরা তাহিরপুরে স্বাস্থ্যসেবার চিত্রটা আলদা কিছু নয়। এক সময় অসুখ-বিসুখ হলেই এখানকার লোকজনকে ছুটতে হতো উপজেলা বা জেলা শহরের হাসপাতালে। এখন সেই অবস্থা আর নেই। গ্রামের কমিউনিটি ক্লিনিকেই মিলছে মানসম্মত স্বাস্থ্যসেবা।

উপজেলার বালিয়াজুড়ির দক্ষিণকূল গ্রামের হাওয়ারুন নেছা কিছুদিন আগে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে তার সন্তান জন্ম দেন। এজন্য তাকে এক টাকাও খরচ করতে হয়নি। বরং ক্লিনিক থেকে বিনামূল্যে অনেক ওষুধ ও পরামর্শ দেওয়া হয়। হাওয়ারুন নেছা বলেন, 'আমার মতো গরিব মানুষের জন্য এটা অনেক বড় উপকার।' একই ক্লিনিকে নিরাপদে সন্তান জন্ম দিয়েছেন দক্ষিণকূল গ্রামের মাকসুরা বেগম। ক্লিনিকের পরিবেশ ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতায় ভীষণ খুশি তিনি। তাদের দু'জনের মতো গ্রামের শত শত মানুষ এখন ওই ক্লিনিকে আসছেন স্বাস্থ্যসেবা নিতে। অথচ ১৯৯৯ সালে নির্মিত হওয়ার পর ২০০৯ সাল পর্যন্ত পরিত্যক্ত ছিল ক্লিনিকটি। স্থানীয় বেসরকারি সংস্থা এফোরটস ফর রুরাল অ্যাডভান্সমেন্টের (ইরা) ওয়াশ ইন হেলথ প্রকল্পের মাধ্যমে ২০১৬ সালে এটি সংস্কার করা হয়। নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানা, হাত ধোয়ার সুবিধা ও নিরাপদে সন্তান প্রসবের ব্যবস্থা নিশ্চিত হয়।

উপজেলার ১৬টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ১৩টিতে ওয়াশ ইন হেলথ প্রকল্প বাস্তবায়ন করছে ইরা। কর্মসূচির আওতায় কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ সদস্যদের ক্লিনিক পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ইরার ওয়াশ ইন হেলথ প্রকল্পের ব্যবস্থাপক দেবেশ চন্দ্র তালুকদার বলেন, 'কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপের সদস্যরাই এখন ক্লিনিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করছেন। ক্লিনিকে প্রতিবন্ধীদের প্রবেশগম্যতা নিশ্চিত হয়েছে। নিরাপদ পানি, হাত ধোয়ার সুবিধা, স্বাস্থ্যসম্মত পায়খানা, স্বাভাবিক প্রসবের উপযোগী রুম এবং বয়স্ক, শিশু, গর্ভবতীসহ সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত হচ্ছে এসব ক্লিনিকে।'

বালিজুড়ি ইউনিয়ন পরিষদ সদস্য ও দক্ষিণকূল মিউনিটি ক্লিনিকের সভাপতি বাবুল মিয়া বলেন, কমিউনিটি গ্রুপগুলো আগে তাদের দায়িত্ব বুঝত না। ফলে ক্লিনিকগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে ছিল। এখন তারা দায়িত্বটা ভালো করেই বোঝে। এই শিক্ষা পেয়েছে ইরার ওয়াশ ইন হেলথ প্রকল্প থেকে।

বাবুল মিয়া জানান, ক্লিনিক পরিচালনায় গ্রামবাসী, ইউনিয়ন পরিষদ, বাজার কমিটি ও এলাকার ধনাঢ্যদের অনুদানের মাধ্যমে তারা একটি তহবিল গঠন করেছেন। তহবিলের অর্থ রয়েছে কমিউনিটি গ্রুপের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে। শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ সদস্য ও বালিয়াঘাট কমিউনিটি ক্লিনিক সভাপতি নুরুল আমিন মনে করেন, নিজস্ব তহবিল কমিউনিটি ক্লিনিকগুলোর বিরাট শক্তি।

প্রকল্প ব্যবস্থাপক দেবেশ চন্দ্র তালুকদার জানান, ১৩টি কমিউনিটি ক্লিনিকের অংশীদারি তহবিলে রয়েছে প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা। ক্লিনিক সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এ তহবিল গঠনের মূল লক্ষ্য। তিনি বলেন, 'সেবার মান বাড়ায় ক্লিনিকে সেবাগ্রহীতা বাড়ছে। সংস্কারের আগে প্রতিদিন ক্লিনিকে স্বাস্থ্যসেবা নিতে আসতেন গড়ে ৩৬ জন। এখন দৈনিক সেবা নিতে আসেন গড়ে ৫১ জন।'

ইরার ওয়াশ ইন হেলথ প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে ওয়াটারএইড বাংলাদেশ। এ কার্যক্রম সম্পর্কে ওয়াটারএইড বাংলাদেশের পরিচালক প্রোগ্রাম অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি ড. মো. লিয়াকত আলী বলেন, 'তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অত্যন্ত যুগোপযোগী এবং যুগান্তকারী একটি সিদ্ধান্ত। জনসম্পৃক্ততা ছাড়া ক্লিনিকগুলোতে সেবার মান বৃদ্ধি, সেবা প্রদানকারীদের দায়বদ্ধতা বা স্থায়িত্ব প্রতিষ্ঠা করাও সম্ভব নয়। এমন লক্ষ্য সামনে রেখেই ওয়াটারএইড সুনামগঞ্জসহ তিনটি জেলায় ওয়াশ ইন হেলথ কর্মসূচি বাস্তবায়ন করছে।'

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, স্থানীয় ব্যবস্থাপনায় কমিউনিটি ক্লিনিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণে দৃষ্টান্ত হিসেবে দাঁড়িয়েছে তাহিরপুর। সূত্র : সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়