শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৮, ০৬:০০ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০১৮, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কোনও একটি দল অংশ না নিলেও যথাসময়েই নির্বাচন’

তারেক : কোনও একটি দল অংশ না নিলেও যথাসময়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘দেশে ৪০টি নিবন্ধিত দল রয়েছে। আমরা চাই, সব দল নির্বাচনে অংশ নিক। যদি কোনও একটি দল অংশ না নেয়, তবু যথাসময়েই নির্বাচন হবে। নির্বাচন কমিশন সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছে। সেজন্য যে ধরনের ব্যবস্থা সংবিধানে আছে, তার অধীনেই নির্বাচন করবে কমিশন।’

শনিবার (২৪ মার্চ) বিকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা মিলনয়াতনে এলেঙ্গা পৌরসভা ও বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, ‘আরপিও বা সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত একদিনেই নির্বাচন করা আমাদের দায়িত্ব। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াতে চাই।’

তিনি আরও বলেন, ‘এ দেশের জনগণের দাবি, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। তাদের দাবি মাথায় রেখে নির্বাচন হবে। নির্বাচনের প্রতি জনগণের যে আস্থাহীনতা রয়েছে, তা দূর করা হবে। এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে।’

নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা প্রয়োজন, নির্বাচন কমিশন তাই ব্যবস্থা করবে জানিয়ে তিনি বলেন, ‘এলেঙ্গা পৌরসভা ও বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে প্রয়োজনে তা স্থগিত করে আবারও নির্বাচন করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে জনগণের জানমালের যেন ক্ষতি না হয়, সেদিকে আমাদের সর্বোচ্চ দৃষ্টি থাকবে। কোনও প্রার্থী কিংবা কর্মকর্তা আইনের চোখে প্রমাণযোগ্য অপরাধ করলে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

এলেঙ্গা পৌরসভা ও বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রত্যেক কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। টাঙ্গাইলের মানুষের ইচ্ছা-আকাঙ্খার প্রতিফলন ঘটানোর চেষ্টা করবো। আপনারা নির্বাচনে হেরে গেলে কারচুপির অভিযোগ আনেন। এ প্রবণতা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। নির্বাচনে জয়-পরাজয় রয়েছে। পরাজয়ের পর আপনারা ভোটারদের কাছে যান। পরবর্তী সময়ে ভোটাররাই আপনাদের কাছে আসবে।’

রফিকুল ইসলাম বলেন, ‘এলেঙ্গা পৌরসভা ও বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে র‌্যাব, বিজিবি ও পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী এবং কেন্দ্রে কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে।’

টাঙ্গাইল জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন– জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট সৈয়দ ইফতেহার আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহম্মেদ সিকদার, উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার, কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও জনপ্রতিনিধিরা। সূত্র : বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়