শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৮, ০৩:৪৩ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০১৮, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ত্র আইনের দাবীতে লাখো মার্কিন শিক্ষার্থীর বিক্ষোভ

নূর মাজিদ: ফ্লোরিডার পার্কল্যান্ডে গুলিবর্ষণের ঘটনায় বেঁচে যাওয়া শিক্ষার্থীরা শনিবার দেশটির রাজধানী ওয়াশিংটনে ‘আরো কঠোর’ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রন আইন প্রণয়নের দাবীতে বিশাল এক র‌্যালীর নেতৃত্ব দিয়েছেন। প্রাথমিকভাবে আয়োজকরা সারা দেশ থেকে অন্তত ৫ লক্ষ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের অংশগ্রহণ আশাবাদ ব্যক্ত করেছ। শেষ খবর পাওয়া পর্যন্ত এই র‌্যালিতে আরো বেশী মানুষের সমাগম হয়েছে বলেই ধারণা করছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলি।

‘জীবনের জন্য পদযাত্রা’ নামের শিক্ষার্থীদের এই র‌্যালি আমেরিকার প্রভাবশালী ‘আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ’ আইনবিরোধী লবি ‘ন্যাশনাল গান লবি’কে এবার বেশ চাপের মুখেই ফেলবে বলে ধারণা করা হচ্ছে। এই র‌্যালির মাধ্যমে দেশটির সরকারের কাছে আমেরিকান শিক্ষার্থীদের বড় অংশের মতামতকেই তুলে ধরার চেষ্টা করা হবে, বলেই জানিয়েছেন আয়োজক শিক্ষার্থীরা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ফ্লোরিডার পার্কল্যান্ডের ‘স্টোনম্যান ডগলাস হাই স্কুলে’ বন্দুকধারীর হামলায় ১৭ জন শিক্ষার্থী নিহত হয়। তবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই প্রথম বড় ধরণের বন্দুকধারীর গুলিবর্ষণের নিহতের ঘটনা নয়। প্রায়শই আমেরিকান স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলিতে আগ্নেয়াস্ত্রধারীদের গুলিবর্ষণে নিহতের ঘটনা ঘটে। তবে এক সঙ্গে এত শিক্ষার্থীর নিহতের ঘটনা পার্কল্যান্ডেই প্রথম ঘটে।

ঐ হামলায় বেঁচে যাওয়া শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের তৈরি করা ‘আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ’ আইনের স্বপক্ষের সংগঠনের চাপের মুখেই ফ্লোরিডার সরকার কঠোরতর ‘আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ’ নীতিমালা প্রণয়নে বাধ্য হয়। সমগ্র আমেরিকাজুরেই অস্ত্র নিয়ন্ত্রনের পক্ষে ফ্লোরিডার ঘটনার পর শক্ত জনমত গড়ে ওঠে। ২০ই মার্চ সিএনএন এর করা এক জরিপে দেখা যায় শুধুমাত্র চলতি বছরেই প্রতি সপ্তাহে অন্তত একটি করে ‘স্কুল শুটিং’ এর ঘটনা ঘটেছে।

তবে মার্কিনীদের বেশ বড় অংশই যেকোন প্রকার ‘আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ’ আইনের বিপক্ষে। গান লবিগুলোর বিপুল অংশের ভোট পাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে আগ্নেয়াস্ত্র সম্পর্কিত সন্ত্রাস নিয়ন্ত্রনে শিক্ষকদের হাতে বন্দুক তুলে দেবার প্রস্তাব করে প্রচুর সমালোচনা ও নিন্দার শিকার হয়েছিলেন।

মার্কিন জনগণের অব্যাহত চাপের মুখে ট্রাম্প প্রশাসন সম্প্রতি ‘আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ’ নিয়ে তাদের অবস্থান বদলেছে। শনিবার আগ্নেয়াস্ত্রের ‘বাম্প স্টক’ নিষিদ্ধকরণ আনুষ্ঠানিকভাবে আইনে রুপান্ত্রিত হচ্ছে। একই সময় অনুষ্ঠিত এই র‌্যালি আইন-প্রনেতাদের নিকট ভবিষ্যতে আরো কঠোরতর আইন পাশ করতে চাপের মুখেই রাখবে। সিএনএন/বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়