শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৮, ০৩:২৬ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০১৮, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সংরক্ষণবাদিতা একটা বাজে নীতি : অর্থনীতিতে নোবেল পাওয়া থোমাস সার্জেন্ট

ইমরুল শাহেদ : চীন থেকে পণ্য আমদানি করাকে সামনে রেখে ট্রাম্প প্রশাসন স্মারক স্বাক্ষর করার পর বাণিজ্যিক সংঘাত নিয়ে অনেকেই শংকিত হয়ে পড়েছেন। অর্থনীতিতে নোবেল পাওয়া যুক্তরাষ্ট্রের থোমাস সার্জেন্ট বলেছেন, এটা ভালো নীতি নয়। ব্যবাসায়ী গ্রুপ এবং বাণিজ্য বিশেষজ্ঞাদের জোরালো বিরোধিতা থাকা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার একটি স্মারক স্বাক্ষর করেছেন। এর বলে চীন থেকে আমদানি করা পণ্যের উপর ৬০ বিলিয়ন ডলার পর্যন্ত করারোপ করা যাবে।
সার্জেন্ট বলেছেন, একজন যখন বাণিজ্য সংঘাত শুরু করেন বিশেষ করে তার (সার্জেন্ট) নিজের দেশ যখন এটা শুরু করে তাতে তিনি দুঃখ পান এবং অস্বস্তিতে পড়ে যান। তিনি জোর দিয়ে বলেন, বাণিজ্য সংঘাত যে কোনো দেশের স্বার্থের জন্যই ক্ষতিকর।
সার্জেন্ট বলেন, ‘এতে যুক্তরাষ্ট্রের মুষ্টিমেয় লোক লাভবান হবেন, যুক্তরাষ্ট্র এবং তার বাইরের বেশির ভাগ মানুষকেই এর চড়া দাম দিতে হবে। আমি মনে করি এটা যথাযথ নীতি নয়।’
মার্কিন শিল্প সংগঠনের প্রধানরাও বলেছেন, যুক্তরাষ্ট্রের আরোপিত বাণিজ্যিক অন্তরায় নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মসংস্থানকেই ক্ষতিগ্রস্ত করবে।
সার্জেন্ট সুনির্দিষ্টভাবে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র স্বাভাবিক দায়িত্ব পালন করতে পারে এমন পথে যাননি ট্রাম্প।
তিনি বলেন, ‘বাণিজ্য এখন যেভাবে চলছে তা এমনিতেই বহুমুখী। আমরাইতো ব্যবসা করছি। চীন শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গেই ব্যবসা করে না। দেশটি আরও অনেক দেশের সঙ্গেই ব্যবসা করে। বিভিন্ন দেশের সঙ্গেই ঘাটতি ও উদ্বৃত্ত আছে। তবে আমাদের যেটুকু ঘাটতি আছে, সেটা যুক্তরাষ্ট্রেরই ঘাটতি। করারোপ রীতি দিয়ে এখানে কিছুই হবে না।’
দাভোসে বিশ্বের উপকারিতা ও বহুমুখী বাণিজ্য নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যে বুদ্ধিদীপ্ত বক্তৃতা করেছেন সে বিষয়েও তিনি কথা বলেছেন। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রও তার মতো করেই বক্তৃতা করবেন। ইয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়