শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৮, ০৩:১৩ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০১৮, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিসর নির্বাচনের প্রচারণা পদ্ধতি

ইমরুল শাহেদ : সুররিয়ালিজম আঙ্গিকে নির্মিত ভ্যানিলা স্কাই ছবির একটি দৃশ্যে দেখা যায় টম ক্রুজ টাইম স্কয়ার দিয়ে ছুটে চলেছে। তখন সেখানে কেউ নেই। আছে শুধু একজন মানুষ। হতাশায় ভেঙ্গে পড়া পর্যন্ত তিনি শুধু দৌঁড়াচ্ছেন। মিসরের নির্বাচনি প্রচারণাও অনেকটা সেই রকম দৃশ্যেরই অবতারণা করছে বলে বর্ণনা করেছে বার্তা সংস্থা এপি। এখানকার স্কয়ারটি প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল-সিসির বিলবোর্ডে পরিপূর্ণ। এভাবে মিসরের যেদিকেই চোখ যায় সেদিকেই দেখা যায় সিসির বিলবোর্ড, ব্যানার এবং পোস্টার। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন কম-পরিচিত একজন রাজনীতিবিদ। এই রাজনীতিবিদকে কিছুতেই সিসির প্রতিদ্বন্দ্বী বলে ভাবা যায় না।
নির্বাচনের ফলাফল আগে থেকেই অনুমান করা যায়। প্রচারণার এই তোড়জোড় মনে করিয়ে দেয় ভোটের আমেজ গড়ে তোলার জন্যই এইসব প্রয়াস। প্রচারণার মাধ্যমে ঝেড়ে ফেলা হচ্ছে সকল দূর্বল দিক। তবে ইতোমধ্যে এই প্রচারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসেরও অবতারণা করছে। এই পরিস্থিতি হয়তো চলতে থাকবে ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত।
একটি ছবিতে দেখা যায়, ডুবন্ত টাইটানিকের ডেকে ডি-ক্যাপ্রিও ও কেইট উইনসলেট সিসির একটি ব্যানার নিয়ে বসে আছে। আরেকটি ছবিতে দেখা যায় কতিপয় বন্ধু তাদের প্রিয় ক্যাফেতে জড়ো হয়েছেন। বাইরে লেখা রয়েছে ‘গান্থার এবং সেন্ট্রাল পার্কের সবাই আবদেল ফাতাহ এল-সিসিকে সমর্থন করে।’
আসল ব্যানারগুলো নির্মিত হয়েছে বিভিন্ন স্তরের বিভিন্ন ব্যক্তির অর্থে। এতে রয়েছেন ব্যবসায়ী, অনুগত রাজনৈতিক গ্রুপ, সাংসদ, ট্রেড ইউনিয়ন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলো। ছোট একটি চায়ের দোকান এবং মুদির দোকানের সামনেও ব্যানার টাঙ্গিয়ে রাখা বাধ্যতামূলক। সিনাই উপত্যকায় একটি প্রাইভেট কোম্পানির টাঙ্গানো সিসির একটি ব্যানারে লেখা রয়েছে ‘শুধু আপনিই আমাদের প্রিয় মানুষ।’ একটি ছবিতে দেখা যায়, একটি শিশু বলছে, ‘মোহাম্মদ আহমেদ মোস্তফা সমর্থন করছে গ্রান্ডপা এল-সিসিকে’। এপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়