শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৮, ০৩:১১ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০১৮, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনাস্থা আনার ব্যাপারে বিরোধী দলকে চ্যালেঞ্জ অমিত শাহ’র

আসিফুজ্জামান পৃথিল: এনডিএ জোটের বিরুদ্ধে অনাস্থা আনার ব্যাপারে বিরোধী দলগুলোকে চ্যালেঞ্জ জানিয়েছেন ভারতীয় জনতা পার্টি’র (বিজেপি) সভাপতি অমিত শাহ। আসামের রাজধানী গুয়াহাটিতে একটি জনসভায় তিনি এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

তিনি বলেন, ‘আমি বিরোধী দলকে আহ্বান জানাচ্ছি অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য। বিজেপি সরকার এই প্রস্তাব মোকাবেলায় প্রস্তুত। আমাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে’। তিনি আরো জানান, সরকারি দল বিরোধী দলের সাথে যেকোন ধরণের আলোচনায় রাজী আছে। আমরা সকল ধরণের বিষয়ে বিতর্কে রাজি আছি। কিন্তু বিরোধী দল তা হতে দিচ্ছেনা। বিরোধীদল বিজেপির বিরুদ্ধে ভিত্তিহীন সব অভিযোগ আনছে। রাহুল গান্ধী আসামের উন্নয়নে কি ভূমিকা রেখেছেন সে ব্যাপারেও তিনি প্রশ্ন তোলেন। তিনি ঘোষণার সুরে বলেছেন, বিজেপি আগামী নির্বাচনে উত্তর পূর্বের ২৫টি আসনের মধ্যে ২১টি আসনে জয়লাভ করবে।

এদিকে টিডিপি এবং ওয়াইসিআর কংগ্রেস এর পর এবার কংগ্রেস আগামী ২৭ মার্চ অনাস্থা প্রস্তাব লোকসভায় তোলার ঘোষণা দিয়েছে। কংগ্রেসের দলীয় সূত্রে জানা গেছে দলটি ইতিমধ্যে লোকসভার মহাসচিবের কাছে এই সংক্রান্ত প্রস্তাব জমা দিয়েছে।

অমিত শাহ টিডিপি সভাপতি এবং অন্ধ প্রদেশের মূখমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে একটি চিঠি দিয়েছেন। তিনি টিডিপির এনডিএ জোট ত্যাগকে দূর্ভাগ্যজনক এবং একতরফা বলে উল্লেখ করেন। - ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়