শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৮, ০৩:২১ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০১৮, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দৌলতপুরে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাজী এনামুল হক(৫০) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। গত শুক্রবার রাত সাড়ে ৮টায় দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের মৌবাড়িয়া গ্রামের এ ঘটনা ঘটে। এনামুল দৌলতপুর উপজেলার মৌবাড়ীয়া গ্রামের কাজীপাড়ার মৃত কাজী শমছের আলীর ছেলে ।

এলাকাবাসী জানান, গত শুক্রবার রাতে কাজীপাড়া মসজিদের সামনে বটতলায় বসে যথারীতি এলাকাবাসীর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। পরিকল্পিতভাবে সে সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) স্থানীয় নেতা আমিরুল ইসলাম ও তার বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা এনামুল হককে উদ্যেশ্য করে গালিগালাজ করে। এনামুল তাদের এসব অশালীন আচরনে প্রতিবাদ করেন। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় আমিরুল ইসলাম এবং তার বাহিনীর সদস্যরা তাদের লুকানো দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এনামুলকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তারা এনামুলের বুকে, মাথায় এবং পেটে মারাত্মক জখম করে। এতে এনামুলে পেটের ভুড়ি বেড়িয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমিরুল এবং আব্দুল মান্নান এনামুলের দুই হাত ধরে রাখলে ফজলুর রহমান ফজু, আশিকুর রহমান, পিন্টু, রুহুল আমিন, নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ, মাহবুবুর রহমান, জাহাঙ্গীর আলম নান্নু এবং মোজাম্মেল হক পালান ধারালো চাপাতি, ভুজালি এবং রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে ফজলুর রহমান ফজু ভুজালি এনামুলে পেটে ঢুকিয়ে দেয়। এতে এনামুল মাটিতে লুটিয়ে পরে এবং সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়।ঘটনার পর এনামুলের আত্মীয় ও পরিবারের সদস্যরা স্থানীয়দের সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে আমিরুল ইসলাম ও তার বাহিনীর সদস্যদের হাতে মারধরের শিকার হন। পরে হত্যাকারীরা ধারালো অস্ত্র প্রদর্শন করে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়।

এলাকাবাসী আরো জানান, আমিরুল ইতোপূর্বে তিনটি হত্যা মামলার আসামি। কিন্তু সে সবসময়ই ধরাছোঁয়ার বাইরে থেকে নিয়মিত নানান গুরুতর অপরাধ করে আসছিলো। সে এলাকার বিপদগামী তরুনদের নিয়ে একটি সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছে। এলাকার মানুষ তাদের ভয়ে সবসময়ই ভীত সন্ত্রস্ত অবস্থায় সময় পার করছে।

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। হত্যাকারীদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়