শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৮, ০১:৫১ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০১৮, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেকর্ডের পর ডিএসইর বাজার মূলধন কমেছে ৩৬ হাজার কোটি টাকা

ফয়সাল মেহেদী : চলতি বছরের ৩ জানুয়ারি বাজার মূলধনে সর্বোচ্চ রেকর্ড গড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ওই দিন দেশের প্রধান এই শেয়ারবাজারের বাজার মূলধন ছিলো ৪ লাখ ২৮ হাজার ৫০৯ কোটি ৫৪ লাখ ৫১ হাজার টাকা। পরবর্তী সময়ে ৩৬ হাজার ৭০ কোটি ৭৬ লাখ ১৫ হাজার টাকা কমে সর্বশেষ কার্যদিবসে অর্থাৎ ২২ মার্চ সেই বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯২ হাজার ৪৩৮ কোটি ৭৮ লাখ ৩৬ হাজার টাকায়। ডিএসইর এই বাজার মূলধন রেকর্ড পরবর্তী সময়ের সর্বনিম্ন।
জানা গেছে, ব্যাংকের ঋণ আমানত অনুপাত (এডিআর) ছাড়াও নানা কারণে চলতি বছরের শুরু থেকে সর্বশেষ কার্যদিবস পর্যন্ত বেশির ভাগ দিনই পতনমুখী ছিলো শেয়ারবাজার। বিনিয়োগকারীদের আস্থাহীনতায় বিক্রির চাপে অধিকাংশ কার্যদিবসেই কমেছে সিংহভাগ কোম্পানির শেয়ারদর। এতে সূচকের সঙ্গে পাল্লা দিয়ে তলানিতে নেমেছে বাজার মূলধনের পরিমাণ।
অবশ্য ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি মোস্তাক আহমেদ সাদেক বলেছেন, শেয়ারবাজারের চলমান সংকট নিরসনে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে নজর দিলেই শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, বাজার মূলধনে যেদিন সর্বোচ্চ রেকর্ড হয় সেই দিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ছিলো ৬ হাজার ৩১৮ দশমিক ২৭ পয়েন্টে। সর্বশেষ কার্যদিবসে এই মূল্যসূচকটি কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮০ দশমিক ৫৯ পয়েন্টে। আলোচিত সময়ে প্রধান মূল্যসূচক কমেছে ৭৩৭ দশমিক ৬৮ পয়েন্ট বা ১১.৬৮ শতাংশ। আর বাজার মূলধন কমেছে ৮ দশমিক ৪২ শতাংশ।
এদিকে মূলধনের রেকর্ডের দিন ডিএসই-৩০ সূচক ছিলো ২ হাজার ৩০১ দশমিক ৮২ পয়েন্ট। পরবর্তী সময়ে ২১৯ দশমিক ৫৫ পয়েন্ট বা ৯ দশমিক ৫৪ শতাংশ হারিয়ে সর্বশেষ কার্যদিবসে সূচকটি দাঁড়িয়েছে ২ হাজার ৮২ দশমিক ২৭ পয়েন্টে।
এছাড়াও শরিয়াহ্ সূচক ডিএসইএস ৮৯ দশমিক ৯৫ পয়েন্ট বা ৬ দশমিক ৩৭ শতাংশ কমে অবস্থান করেছে ১ হাজার ৩২২ পয়েন্টে। ৩ জানুয়ারি এই সূচকটির অবস্থান ছিলো ১ হাজার ৪১১ দশমিক ৯৭ পয়েন্ট।
  • সর্বশেষ
  • জনপ্রিয়