শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৮, ১২:১৪ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০১৮, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পেনের বিরুদ্ধে খেলবেন মেসি

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের আগে শেষবারের মত নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত দলগুলো। গত শুক্রবার ইতালির বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে হ্যামস্ট্রিং ইনজুরিতে খেলা হয়নি দলের প্রাণ ভোমরা মেসির। এরপরই সমর্থকদের মধ্যে গুঞ্জন ছড়ায় ইনজুরি গুরুতর কি না?

তবে মেসি নিজেই সমর্থকদের আশ্বস্ত করে জানালেন ইনজুরি গুরুতর নয়, স্পেনের বিরুদ্ধে খেলার আশা করছি আমি।

ইতালির বিপক্ষে মেসিকে ছাড়া খেলতে নামলেও জয় পেতে কোন সমস্যা হয়নি আর্জেন্টিনার। এভার বানেগা ও লাঞ্জিনির গোলে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়েছে মেসিহীন আর্জেন্টিনা।

নিজের ইনজুরি নিয়ে মেসি বলেন, ‘মাঝে মাঝে আমি হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করি। তবে আমি সবসময় খেলতে চাই। বিশ্বকাপ শুরু হতে এখনো দেরি আছে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই ম্যাচে বিশ্রামে থাকবো, তবে স্পেনের বিপক্ষে খেলার আশা করছি।’
ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ সাম্পাওলি জানান, ‘আমরা মেসিকে একাদশে রেখেই পরিকল্পনা সাজিয়েছিলাম। তবে ইনজুরি থাকায় তার খেলা হয়নি।’

এদিকে স্পেনের বিপক্ষে মেসি ফিরলেও ডি মারিয়াকে থাকতে হচ্ছে মাঠের বাইরেই। মাদ্রিদে ডান পায়ের ইনজুরিতে স্পেনের বিপক্ষে খেলা হবে না পিএসজির এই তারকার।
উল্লেখ্য আগামী ২৭ তারিখ (মঙ্গলবার) রাতে স্পেনের বিপক্ষে মাদ্রিদে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়