শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৮, ১০:৩৮ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০১৮, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী নির্বাচনে জয়ী হয়ে আমরা সরকার গঠন করব : এরশাদ

রফিক আহমেদ : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী একাদশ জাতীয় নির্বাচনে জয়ী হয়ে আমরা সরকার গঠন করব। জাতীয় পার্টি সরকার গঠন করার মতো ইতোমধ্যে শক্তি অর্জন করেছে। ক্ষমতায় যাওয়ার জন্য জাতীয় পার্টি এখন প্রস্তুত।

শনিবার সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোট আয়োজিত মহাসমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, আজকের সমাবেশ জন সমূদ্রে ও মহাসমূদ্রে পরিণত হয়েছে। এতে আমার মন ভরে গেছে। মানুষ এখন শান্তিতে বসবাস ও ঘুমাতে চায়। দু’টি দল ক্ষমতায় আসার পর জনগণ কি পেয়েছে। শুধু বলা হচ্ছে দেশ উন্নত হয়েছে। ঢাকার বাইরে গেলে দেখবেন দেশ কতটুকু উন্নত হয়েছে। এখন চারিদিকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ছড়াছড়ি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা ক্ষমতায় আসলে যুব সমাজ ও নারীদের রক্ষা করব। দেশে প্রতিদিন নারী ধর্ষণ, হত্যা ও ঘুম হচ্ছে। ঢাকার বাইরেও মানুষ শান্তিতে নেই। অক্ষমতায় আসলে দেশের প্রতিটি গ্রাম ও ইউনিয়নে শান্তি ফিরিয়ে আনব। শিক্ষায় পচন ধরেছে। শিক্ষামন্ত্রী বলেন, আমরা সবাই ঘুষ খাই। সারাদেশে চলছে সন্ত্রাস-চাদাবাজি ও লুটপাটের মহাউৎসব। ভেঙ্গে চুরমার হয়ে গেছে শিক্ষার ভবিষৎ। আগে পাস করতে কষ্ট করতে হতো। এখন কষ্ট করেও ফেল করা যায় না। ব্যাংকে টাকা নেই, শেয়ার বাজার ধ্বংস। আগামী প্রজন্ম ধ্বংসের পথে। সমাজে সর্বত্র অবক্ষয়। নিরাপত্তা নেই, নেই শান্তি। এত অবিচারের মধ্যে দেশবাসীকে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে দিতে প্রস্তুত জাতীয় পার্টি।
তিনি বলেন- আমরা সুষ্ঠু নির্বাচন দিতে সরকারের উপর চাপ সৃষ্টি করব। যাতে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হয়। তবে, সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে। আমরা নির্বাচনে কখনো হস্তক্ষেপ করিনা। দেশ নাকি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে! আতোশবাজি ফুটিয়ে উৎসব করা হলো।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন-জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এবিএম রুহুর আমিন হাওলাদার এমপি, প্রেসিয়িাম সদস্য ও মন্ত্রী ব্যারিস্টার আমিনুল ইসলাম মাহমুদ, ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লাামা এম এ মান্নান, প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মন্ত্রী মশিউর রহমান রাঙা, বিএনএ চেয়ারম্যান সেকান্দার আলী মনি, মন্ত্রী মজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসেন বাবলা ও ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়