শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৮, ০৮:০৫ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০১৮, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়া থেকে বহিষ্কৃত কূটনীতিকরা ব্রিটেনে ফিরে এসেছে

আব্দুর রাজ্জাক: রাশিয়া থেকে বহিষ্কৃত বৃটিশ কূটনীতিকরা সপরিবারে দেশে ফিরে এসেছে। রুশ-বৃটিশ দ্বৈত গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার ওপর নার্ভ এজেন্ট আক্রমন সংকটকে কেন্দ্র করে সম্প্রতি দু’পক্ষই পাল্টাপাল্টি কূটনীতিকদের বহিষ্কার করেছে।

বহিষ্কৃত ২৩জন কূটনীতিক তাদের পরিবার ও চারটি কুকুরসহ লন্ডনের রাফ ব্রিজ নর্টনে শুক্রবার ৪টার সময় পৌঁছেছে। রাশিয়া ত্যাগ করার আগে দেশটিতে বৃটিশ দূতাবাসের প্রধান কর্মকর্তা ও অন্যান্য সহকর্মীরা তাদের উষ্ণ বিদায় জানায়।

এদিকে ব্রিটেনের ঘটনায় উদ্বিগ্ন হয়ে ২৩মার্চ রাশিয়ার কূটনীতিকদের নিজ দেশে প্রত্যাবর্তনের পর ইউরোপীয় ইউনিয়নের এর দূতদের কাছে তাদের দেশে ফেরার সংবাদ জানায়। চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বেবেজ তার দেশ থেকে রুশ দূতদের বহিষ্কারের সম্ভাবনার কথাও নিশ্চিত করেছিল।

উল্লেখ্য, ৪মার্চ স্ক্রিপালের ওপর আক্রমণের দায়ে ব্রিটেন থেকে বহিষ্কৃত রুশ কূটনীতিকরা ২০তারিখে তাদের দেশে ফিরে যায়। তাদের কূটনীতিকদের ফেরত পাঠানোর পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে ১৭মার্চ রাশিয়া ব্রিটেনের ২৩জন কূটনীতিকদের বহিষ্কার করেছিল। ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়