শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৮, ০৮:১৫ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০১৮, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পঞ্চগড়ে শিশুদের জন্য সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী শুরু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশুদের আঁকা ছবি নিয়ে সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী শুরু চলছে।

শুক্রবার জেলা শিল্পকলা একাডেমির চিত্রশালায় এই প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম আযম।

চিত্রকলা বিষয়ক বিদ্যাপিঠ শৈলী এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে শতাধিক শিশুর আঁকা দেড়শতাধিক চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে।

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত পর্যন্ত প্রদর্শনী চলছে। এরই মধ্যে শিশুদের আঁকা চিত্র কর্ম দেখার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিশুরা ভির করছে চিত্রশালায়।

আয়োজকরা জানান, পঞ্চগড়ে এ ধরনের চিত্রকর্ম প্রদর্শনী এই প্রথম। ছবি আঁকার প্রতি শিশুদের আগ্রহ তৈরির উদ্দেশ্যে এক বছর ধরে প্রচেষ্টার পর এই কার্যক্রম হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি।

অভিভাবকরা জানান, এটি একটি ব্যাতিক্রমী আয়োজন। শিশুদের উপর যে ধরনের পড়াশোনার চাপ দেয়া হয় তাতে তাদের সৃষ্টিশীল কার্যক্রম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা। এ ধরনের আয়োজন শিশুর মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রদর্শনী চলবে আগামী ২৯ মার্চ পর্যন্ত।

শৈলী বিদ্যাপিঠের পরিচালক লাফিজা নাজমিন অন্বেষা জানান, শৈলী বিদ্যাপিঠ প্রতিষ্ঠার পর থেকে এ ধরনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরকম চিত্র প্রদর্শণী আপাতত প্রতিবছর একবার করে আয়োজন করা হবে। শিশু এবং দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিলছে। শিশুদের মাঝে ছবি আঁকা ও তাদের মননশীল করে গড়ে তোলার জন্যই এই চিত্র প্রদর্শনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়