শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৮, ০৭:৩০ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০১৮, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গের উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

আব্দুর রাজ্জাক: যুক্তরাষ্ট্র তাদের সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তৃতীয় লিঙ্গের মানুষদের মানসিক বিষন্নতায় ভোগার ইতিহাস ও ডাক্তারি পরীক্ষা থেকে এমন একটি সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

নতুন এ নীতি অনুযায়ী তৃতীয় লিঙ্গের যারা তাদের ব্যক্তিত্ব নিয়ে বিষন্নতায় ভোগেন বলে চিকিৎসা ও অস্ত্রপাচারের প্রয়োজন বোধ করবে, তারাই সামরিক বাহিনীর জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হবে।

গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় লিঙ্গের মানুষদের সামরিক বাহিনীতে যেকোন অবস্থায় কাজ করার যোগ্য ঘোষণা করে একটি টুইট করার পর পেন্টাগন তাদের সামরিক নীতিতে পরিবর্তন এনেছিল। হোয়াইট হাউজ শুক্রবার পেন্টাগনের নীতি পরিবর্তন করে নতুন এ বিধানটি সুষ্ঠ নীতিমালা অনুসারে অনুমোদন করল।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারা সান্ডার্স জানায়, ট্রাম্প তার আগের নীতি পরিবর্তন করে নতুন এ নীতি গ্রহণ করেছেন। প্রতিরক্ষা সেক্রেটারি জেমস মেটিসের দিক নির্দেশনা অনুযায়ী সামরিক ও বেসামরিক গবেষকদের দীর্ঘ গবেষণার ফল হিসেবে এ নীতি গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেন সান্ডারস।

উল্লেখ্য, নতুন নীতিমালা অনুযায়ী যারা দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সরকারের সময়ে নিয়োগ পেয়েছে অথবা যারা ধারাবাহিকভাবে প্রায় ৩৬মাস কোন রকম লিঙ্গ পরিবর্তন করা ছাড়াই চাকরিতে কর্মরত আছে তাদেরকে সামরিক সকল সুবিধা দেয়া হবে বলে পেন্টাগনের একটি নথির সুবাদে জানা গেছে। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়