শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৮, ০৫:৪২ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০১৮, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালালে ইউএস বাংলা বিমানের জরুরি অবতরণ

প্রতিবেদক: ঢাকা থেকে মালয়েশিয়াগামী ইউএস বাংলার বোয়িং ৭৩৭ বিমানটি ফুয়েল ফিল্টারে সমস্যার কারণে উড্ডয়নের প্রায় ২৫ মিনিট পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।কিছুক্ষণের মধ্যেই বিমানটি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবে বলে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা।

এর আগে শনিবার (২৪ মার্চ) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ১৬৪ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে বিএস ৩১৫ ফ্লাইটটি।

এ ব্যাপারে ইউএস-বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ফ্লাইটি ফিরে আসার পর পুনরায় চেক করা হয়। তবে কোনও ত্রুটি খুজে পাওয়া যায়নি। ফ্লাইটি টাওয়ারের ক্লিয়ারেন্স পেলে কিছু সময়ের মধ্যে আবার যাত্রা করবে।

তিনি আরও বলেন, যাত্রী নিরাপত্তার কথা বিবেচনা করেই পাইলট ফিরে এসেছেন। কোনও ত্রুটিও পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে সিভিল এভিয়েশন অথরিটির পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন্স) উইং কমান্ডার চৌধুরী এম জিয়াউল কবির বলেন, এটি জরুরি অবতরণ নয়। ফুয়েল ফিল্টার বাইপাস ওয়ার্নিং লাইট দেখানোর কারণে বিমানটি ল্যান্ড করেছে। সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়