শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৮, ০৪:৩৮ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০১৮, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শের-ই বাংলা মেডিকেলে ইন্টার্নদের দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি

বরিশাল প্রতিনিধি: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের ওপর হামলা প্রতিবাদ ও কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে।

প্রসূতি মৃত্যুর ঘটনার ফলে বৃহস্পতিবার রাত থেকেই হাসপাতালের সব ধরনের চিকিৎসা  সেবা বন্ধ রয়েছে। এতে দুর্ভোগ বেড়েছে রোগী ও তাদের স্বজনদের।

ইন্টার্ন চিকিৎসকরা জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের অপারেশন থিয়েটারে এক প্রসূতির মৃত্যু হলে এর প্রতিবাদে রোগীর স্বজনেরা অপারেশন থিয়েটারে ভাঙচুর চালায়। এসময় ৩ জন ইন্টার্ন চিকিৎসক আহত হয় বলে দাবি করেন তারা। এদিকে, সমস্যা সমাধানে জন্য ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তিন দফা দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন। এই দাবিগুলো হলো, ১. হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। ২. নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালে সার্বক্ষণিক পুলিশের ব্যবস্থা করতে হবে। ৩. দেশের কোথায়ও চিকিৎসকদের ওপর হামলা হলে শাস্তির বিধান রেখে আইন পাস করতে হবে। চিকিৎসকরা অপরাধী হলে বিএমডিসি প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেবে।

এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে তিনি জানান।

এ ব্যাপারে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মো. আবদুল কাদির বলেন, ইন্টার্নদের কর্মবিরতির কারণে চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন। আর শুক্রবার (২৩ মার্চ) হওয়ায় রোগীর চাপ একটু কম। স্বাভাবিক চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়