শিরোনাম

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৮, ০৩:৩৩ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০১৮, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবরি মসজিদের জমি ভাগাভাগির মামলা: আবারও পেছালো শুনানির তারিখ

আসিফুজ্জামান পৃথিল: অযোধ্যার ‘বাবরি মসজিদ-রাম জন্মভ‚মি’ সংক্রান্ত মামলার সর্বশেষ শুনানির তারিখ আবারও পরিবর্তন করেছে ভারতের সুপ্রিম কোর্ট। আগামী ৬ এপ্রিল এই শুনানি অনুষ্ঠিত হবে।

২০১০ সালে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে ১৩টি বিষয়ের উপর করা আপিলের উপর এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে। ২০১০ সালে এলাহবাদ হাইকোর্ট একটি রায়ে অযোধ্যার বাবরি মসজিদের ২.৭৭ একর জমি তিনটি পক্ষের মধ্যে ভাগাভাগি করে দেয়। এই তিন পক্ষই পরে আপিল করে। এই তিন পক্ষ হলো সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহি আখারা এবং লর্ড রাম লাল্লা।

প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি অশোক ভ‚ষণ এবং বিচারপতি আবুল নজরের সম্মিলিত বেঞ্চ এই নতুন তারিখ ঘোষণা করেন। একই সাথে তারা ৩২টি ইন্টারভিশন পিটিশন খারিজ করে দিয়েছেন এবং এ ধরনের আর কোন পিটিশন না নেবার ঘোষণা দেন।

ঐতিহাসিক বাবরি মসজিদ ১৫২৮ সালে প্রতিষ্ঠা করেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর। ১৯৯২ সালে আরএসএস এর করসেবকরা এই মসজিদ ভেঙে ফেলেন। তাদের দাবী মতে এই স্থানেই হিন্দু দেবতা রাম জন্মেছিলেন। - ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়