শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৮, ০৩:২৬ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০১৮, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা মায়েদের স্থানে নিজেকে কল্পনা করলে শিউরে উঠি: কেট ব্লানচেট

আসিফুজ্জামান পৃথিল: জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থার বিশেষ প্রতিনিধি হিসেবে সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছেন অস্কার বিজয়ী হলিউড অভিনেত্রী কেট ব্লানচেট। বাংলাদেশ থেকে ফিরে তিনি মুখোমুখি হয়েছিলেন বিখ্যাত টিভি উপস্থাপক ক্রিশ্চিয়ান আমানপোরের। সেখানে তিনি রোহিঙ্গা; বিশেষত রোহিঙ্গা নারী ও শিশুদের বিভৎস অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। আগামী বর্ষায় রোহিঙ্গা শিবিরে ভয়াবহ মানবিক বিপর্যয়ের শঙ্কাও প্রকাশ করেন তিনি। একই সাথে স্বল্প সামর্থ্য সত্তে¡ও বাংলাদেশের জনসাধারণের নিস্বার্থ এগিয়ে আসার প্রশংসা ঝড়ে তার কণ্ঠে। সেই সাথে তিনি নোবেল সহ নানান মানবাধিকার পুরষ্কার পাওয়া অং সান সুচির নিস্পৃহতার তীব্র সমালোলোচনা করেন।

ব্লানচেট মনে করেন রোহিঙ্গাদের এই মুহুর্তে সর্বাধিক প্রয়োজন শরনার্থী শিবিরের পরিবেশের উন্নয়ন ঘটানো। রোহিঙ্গা ক্যাম্পের অর্ধেকই শিশু হওয়ায় তাদের মন থেকে আতঙ্ক কাটানো জরুরী বলে মনে করেন তিনি। একই সাথে দারিদ্র থাকা সত্তে¡ও বাংলাদেশের মানুষ যেভাবে রোহিঙ্গাদের মানবিক কষ্ট মোচনে ভ‚মিকা রেখেছে তারও উচ্ছসিত প্রসংশা ঝড়ে তার কণ্ঠে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ শুধুমাত্র পৃথিবীর সর্বাধিক বর্ষাবহুল দেশই নয়, একই সাথে এটি পৃথিবীর অন্যতম দারিদ্রপিড়ীত দেশও বটে। তবুও বাংলাদেশের মানুষ যে বিশাল হৃদয়ের পরিচয় দিয়েছে তা নজিনবিহীন। বাংলাদেশ নিজেও উচ্চ জনসংখ্যার ভারে জর্জরিত। তবুও বাংলাদেশ নিজেদের সীমান্ত খোলা রাখার মতো সাহসিকতার পরিচয় দিয়েছে। এবং ভাগ্যাহত রোহিঙ্গাদের বুকে টেনে নিয়েছে। বাংলাদেশ পৃথিবীর সকল দেশের উদাহরণ হতেই পারে’।

রোহিঙ্গারা স্বদেশে ফিরতে চাইলেও সেখানে ফিরতে তারা তীব্র আতঙ্ক বোধ করছে বলে জানান কেট ব্লানচেট। বর্তমান পরিস্থিতির রাজনৈতিক সমাধান ছাড়া রোহিঙ্গাদের স্বদেশে ফেরানো মুশকিল বলে মন্তব্য করেন তিনি। এই প্রসঙ্গে এই চার সন্তানের জননী বলেন, ‘রোহিঙ্গারা ফিরতে ভয় পাচ্ছে। আমি তাদের চোখেমুখে আতঙ্ক দেখেছি। তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়া হচ্ছে। চোখের সামনে স্বজনদের হত্যা করা হয়েছে। জেসমিন নামে এক রোহিঙ্গা নারীর সাথে আমার কথা হয়। সে আমাকে জানিয়েছে তার চোখের সামনে তার ৩ ভাইকে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এক ভাইকে কেটে টুকরো টুকরো করা হয়েছে। একজন মা হিসেবে আমি কোনদিন আমার সন্তাদের এই নরকে নিয়ে ফেরত যেতাম না’।

বাংলাদেশে এসেই রোহিঙ্গা শিশুরা প্রথমবার স্কুলে যেতে পেরেছে। মিয়ানমারে তাদের স্কুলে যেতে দেয়া হতোনা। রাষ্ট্রহীন এই মানুষগুলোকে অসীম মমতা দেখানোয় তিনি বাংলাদেশকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘সমস্ত পশ্চিমের হৃদয় এক করলেও কোন বাংলাদেশীর অর্ধেক হৃদয়ের সমান হবেনা’। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করেন বাংলাদেশের পাশে এসে দাঁড়ানোর জন্য।

তিনি মিয়ানমারের স্টেট কাউন্সিলার অং সান সুচির নিস্পৃহতার কারণে বিষ্ময় প্রকাশ করেন। সারা বিশ্বে সুচির নানান মানবাধিকার পদক ফেরত নেয়াকে তিনি ইতিবাচক বলে মন্তব্য করেন। তিনি যখন বাংলাদেশ সফর করছিলেন সুচি তখন তার নিজের দেশ অস্ট্রেলিয়া সফরে ব্যস্ত ছিলেন। তিনি অস্ট্রেলিয়া সরকারকে অনুরোধ করেন সুচিকে চাপ দেবার জন্য। তিনি মনে করেন সুচির নোবেল প্রত্যাহারের জন্য জনমত গড়ে তোলা উচিত। - সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়