শিরোনাম
◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৮, ১১:৫০ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০১৮, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতাদের বক্তব্য মানসিক বিকৃতির বর্হিপ্রকাশ : হাছান মাহমুদ

জিয়াউদ্দিন রাজু: বাংলাদেশের স্ব^ল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়া জাতি যখন উল্লাস করছে, তখন বিএনপি নেতাদের বক্তব্য মানসিক বিকৃতির বর্হিপ্রকাশ বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার রাজধানীর আওয়ামী লীগের সভা নেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় বিএনপি সরকারকে অভিনন্দন জানাতে লজ্জা পেলেও তারা অন্তত দেশ ও জাতিকে অভিনন্দন জানাতে পারতো। জাতির এই অর্জনে র‌্যালি হবে এটাই স্বাভাবিক। কিন্তু বিএনপি নেতারা যে বক্তব্য দিয়েছেন এতে প্রমাণ হয় তারা দেশের উন্নয়ন চায় না। তারা চায় খালেদা জিয়া ও তার পরিবারের উন্নয়ন।

আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, ২০২১ সালের আগেই আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি। আমরা আশা করেছিলাম দেশের এই অর্জনে বিএনপি সরকারকে অভিনন্দন না জানালেও জাতিকে অভিনন্দন জানাবে। কিন্তু তারা সেটা না করে যে সব বক্তব্য দিচ্ছেন তার মাধ্যমে বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে।

বিএনপি দেশের অগ্রগতি জন্য কিছুই করতে পারেনি উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আমাদের এই অর্জনে সমস্ত পৃথিবী অভিনন্দন জানালেও বিএনপির অভিনন্দন জানাতে ব্যর্থ হয়েছে।

এসময় বিএনপি নেতাদের এই বিকৃত মানসিকতা পরিহার করে দেশের এই অর্জনে দেশ ও জাতিকে অভিনন্দন জানানোর আহ্বান জানান সাবেক এ মন্ত্রী।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুনাহার লায়লী, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়