শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৮, ০৭:৫৪ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০১৮, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার সমঝোতায় অাসতে বাধ্য হবে : মওদুদ অাহমেদ

রুহুল অামিন : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ অাহমেদ সরকারকে উদ্দেশ করে বলেছন, সরকারকে সমঝোতার উদ্যোগ নিতে হবে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের করতে বিএনপির ও বিশদলীয় জোটের সাথে বসতে হবে। সরকার যদি সমঝোতার উদ্যোগ না নেয় তাহলে বিএনপি রাজপথে অান্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করবে।

শুক্রবার (২৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ভিঅাইপি লাউঞ্জে জিয়া নাগরিক ফোরাম (জিনাফ) অায়োজিত 'বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনে'র দাবীতে প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ অাহমেদ এসব কথা বলেন।

সময় থাকতে সরকারের শুভবুদ্ধির উদয় হবে বলে মনে করছি। সরকার জনতার দাবি অনুধাবন করে সামনে অাগাবে জনগণ তাই মনে করে। তা নাহলে বিএনপি জনগণকে সাথে নিয়ে কঠিন জবাব দেবে। সরকার যদি অাবার ৫ জানুয়ারি নির্বাচন করতে চায় তা অার সম্ভব না। তামাশার একটা শেষ অাছে তা অার চলবে না বলে দাবি করেন মওদুদ।

সরকার অাইনের অপব্যবহার করছে অভিযোগ করে মওদুদ বলেন, তাদের বেলায় একরকম ব্যবহার করে অার বিএনপি ও বিরোধী শক্তি বেলার অারেক রকম অাইনকে ব্যবহার করছে সরকার।

যেখানে গণতন্ত্র নাই সেখানে উন্নয়ন হয় না দাবি করে বিএনপির এই নেতা বলেন, যদি বিএনপি ক্ষমতা থাকতো তাহলে বাংলাদেশ সাত বছর অাগে বাস্তব উন্নয়নের হতো। সরকারের লুটপাট ও বেপরোয়া দুর্নীতির কারণে মধ্য অায়ের দেশের উন্নতি এখনও সপ্ন হয়ে অাছে। সময় লাগবে অারও দশ বছর।

সমাবেশে বিশদলীয় জোট নেতারা বলেন, অাওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে অার কাজ করে গণতন্ত্র বিরোধী, তাদের নিন্দা জানাই। অাজ বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের জন্য অামাদের সমাবেশ করতে হচ্ছে। অাওয়ামী লীগ সরকার থেকে গণতন্ত্র ধব্বংস করেছে ।এদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধের সেক্টর কমান্ডারের সহধর্মনীকে কারাগারে রেখে অাওয়ামী লীগ সরকারে থেকে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে সম্মানিত ব্যাক্তিদের অপমান করছে।

লুটপাটের বিচারের ভয়ে সরকার অাজ ভয়ে ভুগছে অাওয়ামী লীগ নেতারাই কর্মীদের লক্ষ করে বলে। যে টাকা কামাইছো তা নিয়ে পালাতে পারবেনা যদি বিএনপি ক্ষমতায় অাসে। অাওয়ামী লীগকে অাজ মনের বাঘে খাচ্ছে, সমাবেশে বলেন বিশদলীয় নেতারা।

জিয়া নাগরিক ফোরাম (জেনাফ) সভাপতি মিয়া মোহাম্মাদ অানোয়ারের সভাপতিত্বে বিশদলীয় জোট নেতারা বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়