শিরোনাম
◈ ব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৮, ০৭:৩৬ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০১৮, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেবাচিমে চিকিৎসকের অবহেলায় ঝড়ে গেল দুটি প্রাণ

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: চিকিৎসকের অবহেলায় খাদিজা আক্তার নামের নয় মাসের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। একইসাথে তার গর্ভে থাকা সন্তানটিরও মৃত্যু হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে রোগীর স্বজনরা ওটির প্রবেশদ্বার ভাঙচুর করেছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের পঞ্চম তলার গাইনী ওটিতে।

এসময় রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ হয়েছে। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য বৃহস্পতিবার দিবাগত রাত এগারোটা থেকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতী শুরু করেছে। চিকিৎসকে ওপর হামলার বিচার ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের দাবিতে কর্মবিরতীতে যাওয়া ইন্টার্ন চিকিৎসকরা শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে হাসপাতালের জরুরী বিভাগের গেটে তালা দিয়ে বিক্ষোভ করেন। পরে ইন্টার্ন ডক্টরর্স এ্যাসোসিয়েশনের নেতাদের হস্তক্ষেপে তালা খুলে দেয়া হয়।

নিহত খাদিজা আক্তারের স্বামী পিরোজপুরের মঠবাড়িয়া থানায় কর্মরত পুলিশ কনস্টবল মোহাম্মদ শাকিল হোসেন জানান, আগামী ২৬ মার্চ তার স্ত্রীর ডেলিভারির তারিখ ছিলো। এরইমধ্যে বৃহস্পতিবার সকালে অসুস্থ হয়ে পরলে তাকে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকদের কাছে একটি ইনজেকশন না থাকায় খাদিজাকে বরিশাল শেবাচিম হাসপাতালে দুপুর বারোটার দিকে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে রক্ত ও প্রয়োজনীয় ওষুধ জোগাড় করে রাখা হয়। বিকেল তিনটায় খাদিজাকে অপারেশন থিয়েটারে নেয়ার কথা থাকলেও সন্ধ্যা ছয়টার দিকে খাদিজাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। কিন্তু সেখানে কোনো চিকিৎসকের দেখা মেলেনি। অবস্থা বেগতিক হলে সেখানে থাকা সেবিকাদের বলা হলে তারা চিকিৎসকের কাছে যেতে বলেন। তৃতীয় তলায় গাইনি ওয়ার্ডে চিকিৎসকের কাছে গিয়ে ওপরে যাওয়ার জন্য অনুরোধ করা হলেও তারা সিনিয়র চিকিৎসক ছাড়া যেতে পারবেন না বলে জানায়।

শাকিল হোসেন আরও জানান, এসময় চিকিৎসকের সাথে তার বাগ্বিতন্ডার একপর্যায়ে অন্য চিকিৎসকরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করেন। তিনি (শাকিল) পা ধরে অনুরোধ করার পরেও চিকিৎসকেরা তাকে অনবরত মারধর করতে থাকেন। একপর্যায়ে শাকিল তার স্ত্রীর মৃত্যুর পান। এসময় খাদিজার ভাই রিয়াজ উদ্দিন ক্ষুব্ধ হয়ে অপারেশন থিয়েটারের সামনের একটি দরজার গ্লাস ভেঙে ফেলে। শাকিল হোসেন বলেন, আমার স্ত্রীকে অপারেশন থিয়েটারে নেয়ার পর সেখানে কয়েকজন সেবিকার দেখা পাওয়া গেলেও তারা লুডু খেলায় ব্যস্ত ছিলেন।

ইন্টার্ন ডক্টরস এ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ রাজু আহমেদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় খাদিজা আক্তার নামের প্রসুতি রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হামলায় তিন ইন্টার্ন চিকিৎসক আহত হয়েছেন। তিনি বলেন, চিকিৎসকরা কখনোই চান না কোন রোগী মারা যাক। কিন্তু ওই রোগীর অবস্থা আগে থেকেই সংকটাপন্ন ছিলো। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়েও তাকে বাঁচাতে পারেনি। তারপরও রোগীর স্বজনরা ইন্টার্নদের মারধরসহ ওটিতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। তিনি আরও বলেন, এধরনের ঘটনা প্রায়ই ঘটছে, তাই কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা ও ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার বিচার দাবীতে সাধারণ ইন্টার্নরা কর্মবিরতীর ডাক দিয়েছেন। দাবী না মানা পর্যন্ত ধর্মঘট চলবে জানিয়ে তিনি বলেন, হামলার ঘটনায় মামলা দায়েরের পাশাপাশি হামলাকারীদের গ্রেফতারের দাবী জানানো হয়েছে। শনিবার ইন্টার্নরা তাদের দাবী নিয়ে হাসপাতালের প্রশাসনের সাথে কথা বলবেন। প্রয়োজনে দাবী আদায়ে পরিচালকের কার্যালয় ঘেরাও কর্মসূচী পালন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়