শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৮, ০৭:০০ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০১৮, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী বার নির্বাচনে আ.লীগের নিরঙ্কুশ জয়

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১৮টি পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ভোট গননা শেষে রাত ১১টায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ফলাফল ঘোষণা করেন।

সমিতির ২১টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ ১৮টি পদে এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ তিনটি পদে জয় পেয়েছে।

জাহাঙ্গীর আলম জানান, ৫৫৪ জন ভোটারের মধ্যে ৫২৮ জন ভোট দিয়েছেন। সভাপতি পদে লোকমান আলী ২৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাম্মেল হক পেয়েছেন ২২৩ ভোট। সাধারণ সম্পাদক পদে একরামুল হক পেয়েছেন ২৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমসেদ আলী পেয়েছন ২২৭ ভোট।

আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল থেকে সহ-সভাপতি পদে সুনির্মল সাহা, সৈয়দা মর্জিনা খাতুন ও এন্তাজুল হক বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শিরাজী শওকত সালেহীন এলেন ও সাজেমান আলী, সম্পাদক হিসাব পদে আখতারুল আলম বাবু, সম্পাদক লাইব্রেরি পদে মোহাম্মদ আলী, সম্পাদক অডিট পদে হেলাল আহমেদ ও সম্পাদক প্রেস অ্যান্ড ইনফরমেশন পদে জালাল উদ্দিন নির্বাচিত হন।

এছাড়া এই পরিষদ থেকে সদস্য পদে জয়ী হয়েছেন আসির উদ্দিন, শফিকুল ইসলাম রেন্টু, আহসান হাবিব রঞ্জু, মিজানুর রহমান বাদশা, ইমাম হাসান, শেখ তোজাম্মেল আহমেদ ও সাদিকুল ইসলাম।

ঐক্য পরিষদের প্যানেল থেকে সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার পদে মনোয়ারা বেগম এবং সদস্য পদে এরশাদ আলী ও আফতাবুর রহমান জয়ী হয়েছেন।

নির্বাচনে ৫৫৪ জন ভোটারের মধ্যে ৫২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২১ পদের বিপরীতে পৃথক দুটি প্যানেলে ৪২ জন এবং স্বতন্ত্র ভাবে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের একটির নেতৃত্বে ছিলেন আওয়ামীপন্থি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত লোকমান আলী একরামুল হক এবং অপরটির নেতৃত্বে ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত মোজাম্মেল জমসেদ আলী প্যানেল। সূত্র: বিডি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়