শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৮, ০৮:১৫ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০১৮, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতা বিক্রিতেও দ্বিধা করছে না : রিজভী

রবিন আকরাম : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রকে গুম করার পর ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য এখন দেশের স্বাধীনতাকে বিক্রি করতেও দ্বিধা করছে না।

প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডের জন্য প্রতিদিন স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্রমেই দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে অভিযোগ করে বিএনপির পক্ষ থেকে এর প্রতিবাদও জানান রিজভী।

শুক্রবার বেলা ১১টায় প্রেস ব্রিফিংয়ে এ দাবি করেন রিজভী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিলম্ব করতে ওকালতনামায় স্বাক্ষর নিতে বাধা প্রদান করা হচ্ছে বলে অভিযোগ করে রিজভী বলেন, খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর আরও চারটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। কারাকর্তৃপক্ষের অসহযোগিতার কারণে অনেকবার চেষ্টা করেও আইনজীবীরা ওকালতনামায় তার স্বাক্ষর নিতে পারেননি।

গত কয়েক দিনে বেশ কয়েকটি মামলার ওকালতনামায় খালেদা জিয়ার সই নিতে গিয়ে কারাকর্তৃপক্ষের অনুমতি না পেয়ে আইনজীবীরা ফিরে এসেছেন। এ জন্য এসব মামলায় আইনি পদক্ষেপ নেয়া যাচ্ছে না বলে উল্লেখ করেন রিজভী।

তিনি বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মামলায় সরকার একের পর এক হস্তক্ষেপ করে খেলা খেলছে, তা দেখে গোটা জাতি ধিক্কার জানাচ্ছে।

সরকার খালেদা জিয়াকে বন্দি রেখে এক ভয়ানক ফন্দি আঁটছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আগামী নির্বাচন নিয়ে ভোটারদের ধোঁকা দিতে, একদলীয় রাজত্ব কায়েম করতে ও জাতীয় অর্থনীতি লুটপাট করতে সেই ফন্দি করা হয়েছে।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল সভাপতি ও সম্পাদকসহ ১০ পদে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। সূত্র : যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়