শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৮, ০৪:২২ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০১৮, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়লেন টিলারসন

সান্দ্রা নন্দিনী: শেষ পর্যন্ত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়লেন পদচ্যুত রেক্স টিলারসন। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে দেওয়া বিদায়ী বক্তব্যে ওয়াশিংটনকে একটি ‘সাদামাটা’ শহর বলেও উল্লেখ করেন টিলারসন। তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে কিছুই বলেননি তিনি। যদিও, টিলারসন এর আগে জানিয়েছিলেন, তিনি ৩১ মার্চ পর্যন্ত দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, গত ১৩ মার্চ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে এক টুইটবার্তার মাধ্যমে টিলারসনকে পদচ্যুত করে, সিআইএ প্রধান মাইক পম্পেওকে স্থলাভিষিক্ত করেন। বিশ্লেষকরা মনে করেন, রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরান বিষয়ে ট্রাম্পের সঙ্গে মতানৈক্যই টিলারসনকে অপসারণের কারণ।

বিদায়ী বক্তব্যে টিলারসন বলেন, ‘ওয়াশিংটন একটি “সাদামাটা” শহর হলেও আমাদের সামনে আর কোনও বিকল্প নির্বাচনের সুযোগ নেই।’

তিনি বলেন, আমাদের প্রত্যেকেরই খুঁজে নিতে হবে এমন একজন মানুষকে আমরা যারমত হতে চাই এবং যে প্রক্রিয়ায় হতে চাই। একইসাথে এটাও ঠিক করতে হবে, আমরা অন্যের কাছ থেকে কীরকম আচরণ পেতে চাই এবং অন্যের সঙ্গে আমাদের আচরণ কেমন হবে।’

উল্লেখ্য, এর আগে টিলারসন উপ-পররাষ্ট্রমন্ত্রী জন সুলিভানকে মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝিয়ে দেন। এছাড়া, সোমবার তার পদে আসীন হতে যাওয়া পম্পেওর সঙ্গেও সাক্ষাৎ করে তিনি। ধারণা করা হচ্ছে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পম্পেওর মনোনয়ন শুনানি আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে। ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়