শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৮, ০৯:০৮ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০১৮, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেই বাসচালক ও হেল্পার গ্রেফতার

সুশান্ত সাহা : রাজধানীর ফার্মগেট এলাকায় নিউ ভিশন বাসে কলেজছাত্রীকে হেনস্থার চেষ্টাকারী সেই বাসচালক ও হেল্পারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন, চালক মো. দ্বীন ইসলাম (৩৭) ও হেল্পার মো. বিল্লাল হাওলাদার (২৮) । মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির এসি (মিডিয়া) সুমন কান্তি চৌধুরী জানান, গত ১৭ মার্চ ইডেন মহিলা কলেজের একজন ছাত্রী তার ফেসবুক পেজে স্ট্যাটাস দেন যে, ঐ দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি ফার্মগেট সেজান পয়েন্ট থেকে মতিঝিল থেকে চিড়িয়াখানাগামী নিউ ভিশন পরিবহনের একটি বাসে ওঠেন মিরপুর যাওয়ার উদ্দেশ্যে। বাসে উঠে তিনি দেখতে পান বাসটি প্রায় পুরো খালি। এতে অস্বস্তি হলে তিনি নেমে যেতে চাইলে বাসের হেল্পার “আপা ভয় পাইছে” বলে রসিকতা করে বাসের দরজা রোধ করে দাঁড়ায় এবং বাসের ড্রাইভার দরজা আটকে দিতে বলে। এ সময় তারা ও উপস্থিত ২/৪ জন যাত্রী হাসাহাসি করতে থাকে। এক পর্যায়ে খামার বাড়ী পৌঁছে গাড়ীটি রুট পরিবর্তন করার চেষ্টা করছে মনে হওয়ায় মেয়েটি দরজায় দাঁড়ানো হেল্পারকে ধাক্কা দিয়ে বাস থেকে নেমে যান।

সুমন কান্তি চৌধুরী আরো জানান, বিষয়টি অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। অনুসন্ধানে নামে ডিবি (পশ্চিম) বিভাগের একটি দল। ওই ছাত্রীর ফেসবুক পেজের গোপনীয়তা কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকায় এবং স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় অসংখ্য মেসেজ পাওয়ার প্রেক্ষিতে তিনি তার ইনবক্স চেক করা থেকে বিরত থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। পরে প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে তার সাথে যোগাযোগ করা হয়। এরপর নিউ ভিশন পরিবহনের বাসের ড্রাইভার ও হেল্পারদের ধারাবাহিক জিজ্ঞাসাবাদ ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্ত বাস ড্রাইভার ও হেল্পারকে সনাক্ত করা হয়। পরে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় ওই দুজনকে। গ্রেফতারের বিষয়টি জানতে পেরে পরবর্তীতে সুষ্ঠু বিচার পেয়েছেন মর্মে ওই কলেজ ছাত্রী তার ফেসবুক পেজে আরেকটি স্ট্যাটাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়