শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৮, ০৮:১৭ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০১৮, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোগাদিসুতে গাড়িবোমা বিস্ফোরণে ১৪ জন নিহত

শেখ ফাহিম আহমেদ : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি গাড়ি বোমার বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও বেশ কিছু সংখ্যক মানুষ আহত হয়। খবরটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি।

দেশটির নিরাপত্তা মন্ত্রানলয়ের মুখপাত্র আব্দিয়াজিস আলী ইব্রাহীম বলেন, 'এখানে একটি মারাত্মক বিস্ফোরণ ঘটেছে।এই গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছে। তবে এই সংখ্যা বাড়তে পারে। এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছে।'

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরটির অন্যতম ব্যস্ত সড়ক মক্কা আল মুকারামাতে এই বিস্ফোরণ ঘটে। এসময়ে অনেক মানুষ কাজ শেষে তাদের বাড়িতে ফিরছিল।

একজন প্রত্যক্ষদর্শী আব্দুলাহি মোয়ালিম বলেন, 'বিস্ফোরণটি অনেক মারাত্মক ছিল। ওয়েহেলিয়ে হোটেলের সামনে একট চায়ের দোকানের পাশে বোমাভর্তি এই গাড়ি বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়। তাৎক্ষণিকভাবে অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।'

এই হামলার দায় স্বীকার করেছে আল শাবাব জঙ্গিগোষ্ঠী। তারা জানায়, এই এলাকায় কিছু সংখ্যক সরকারি কর্মকর্তা, সৈন্য এবং গোয়েন্দা কর্মকর্তাকে লক্ষ্য করে এই হামলাি চালিয়েছে তাদের 'বীর' সেনারা।

উল্লেখ্য, মোগাদিসুতে নিয়মিতভাবেই হামলা চালায় আল শাবাব জঙ্গিগোষ্ঠী। তারা সোমালিয়ার সরকারকে উৎখাত করে নিজেরা নিয়ন্ত্রণ করার দাবী করেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও মোগাদিসুতে জোড়া গাড়িবোমা বিস্ফোরণে ৩৮ জন নিহত হয়েছিল।

তাছাড়া গত বছর অক্টোবর মাসে সোমালিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ৫০০ জন নিহত হয়েছিল।

এই এলাকা থেকে আল শাবাব জঙ্গিগোষ্ঠীকে তাড়িয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক সাহায্য চেয়েছে সোমালিয়া। সূত্র : এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়