শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৮, ০২:১৭ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০১৮, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারকোজিকে জিজ্ঞাসাবাদের পর মুক্তি

সজিব সরকার: ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি’কে জিজ্ঞাসাবাদের পর মুক্তি দেয়া হয়েছে। তিনি ২ দিন পুলিশি হেফাজতে ছিলেন। ২০০৭ সালের নির্বাচনী প্রচারণার সময় তিনি লিবিয়ান নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছে অর্থ সহযোগীতা নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।
প্রেসিডেন্টকে পুলিশি হেফাজতে নেয়ার প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে, ২০০৭ সালের নির্বাচনে তার জয়ের পিছনে গাদ্দাফির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি নির্বাচনী প্রচারণার জন্য প্রায় ৫ কোটি পাউন্ড অর্থ সহযোগীতা পেয়েছিলেন গাদ্দাফির কাছে, যা সম্পূর্ণরূপে অবৈধ ছিল।
কিন্তু বিষয়টি সরাসরি নাকোচ করেছেন সারকোজি। তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তার কোন প্রামাণ নেই। সারকোজির সাবেক এক মন্ত্রী এবং তার বিশেষ বন্ধু ব্রাইস হরটেফিয়াক্স’কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে দেশটির একটি সংবাদ মাধ্যমে জানানো হয়।
সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা অভিযোগ বর্তমানে বিচার বিভাগের তদন্তে আছে বলে জানানো হয়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, দেশটির দুর্নীতিদমন কর্তৃপক্ষ সারকোজির বিরুদ্ধে আনিত অভিযোগের উপর বিশেষভাবে তদন্ত করেছে।
উল্লেখ্য, ২০০৭-২০১২ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্টের দ্বায়িত্বে ছিলেন সারকোজি। এরপর ২০১২ সালের নির্বাচনে তিনি ফ্রান্সোয়া ওল্যান্ডের কাছে পরাজিত হন। বিবিসি, সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়