শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৮, ০২:০৩ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০১৮, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাইনালের দিন সুজনের প্রশংসা করেছিলেন রবি শাস্ত্রি

স্পোর্টস ডেস্ক: টিভি ক্যামেরায় তার উত্তেজিত চেহারাই দেখা গেছে তখন। আর দলের অধিনায়ক সাকিব আল হাসান তো আরও রাগান্বিত। দলকে মাঠ থেকে বের হয়ে আসতে বলছিলেন অধিনায়ক। গেল শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে মাঠ থেকে বেরিয়ে আসলে নিদাহাস ট্রফির ফাইনাল খেলার সম্ভাবনা ছিল না।

হয়তো বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতো বাংলাদেশ দলকে। তবে শেষ দিকে মাথা ঠা-া রেখেই খেলোয়াড়দের শান্ত করেন টাইগারদের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। আর তাতে সবার প্রশংসাই পেয়েছেন তিনি। ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রিও বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তাকে।

শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ টাইগারদের। জিতলেই ফাইনাল। দুই দলের জন্যেই। ম্যাচের শেষ ওভারে ঘটলো এক অনাকাক্সিক্ষত ঘটনা। টানা দুটি বাউন্সার দিয়েছিলেন বোলার ইসুরু উদানা। নো-বল ডাকেন লেগ আম্পায়ার। কিন্তু লঙ্কানদের আবেদনে সেটা আবার ফিরিয়ে নেন মূল আম্পায়ার। আপত্তি তোলেন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। প্রতিবাদ জানান মাঠে। ওদিকে মাঠের বাইরে চতুর্থ আম্পায়ারের দ্বারস্থ হন অধিনায়ক সাকিব। তিনিও অনড় থাকেন তাদের অবস্থানে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দলের সবার মধ্যেই। মাঠ ও মাঠের বাইরে। শুরুতে রেগে ছিলেন সুজনও। তবে পরে মাথা ঠা-া করে দলকে খেলা শেষ করার নির্দেশই দেন।

এরপর যা ঘটেছিল তা এক ইতিহাস। ৩ বলেই ১২ রান তুলে ঐতিহাসিক এক জয় এনে দেন মাহমুদউল্লাহ। প্রথমবারের মতো দেশের বাইরে ফাইনাল খেলে বাংলাদেশ। নানা ঘটনার সে ম্যাচে নায়ক মাহমুদউল্লাহ। তবে অবদান কম নয় সুজনেরও। তিনি যদি তখন দলকে ঠা-া না করতে পারতেন হয়তো বড় বিপদেই পরতে হতো বাংলাদেশকে। এমনিতেই সে ঘটনায় নানা সমালোচনায় মেতেছে ক্রিকেট বিশ্ব। শেষ পর্যন্ত দুই খেলোয়াড়ের জরিমানায় শেষ হয়েছে। আর বাংলাদেশ খেলেছে স্বপ্নের ফাইনাল।

ভারতের বিপক্ষে ফাইনালেও দারুণ লড়েছিল বাংলাদেশ। জয়ের পথেই ছিলো টাইগাররা। কিন্তু শেষ দিকে দিনেশ কার্তিকের অতিমানবীয় ইনিংসে শেষ হয় টাইগারদের স্বপ্ন। তবে তারপরও প্রশংসাই পেয়েছে টাইগারদের লড়াই। ম্যাচেশেষে ভারতের কোচ রবি শাস্ত্রি অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশকে। বিশেষ করে সুজনকে, শ্রীলঙ্কার বিপক্ষে মাথা ঠা-া রাখার কারণে। বৃহস্পতিবার সেটাই জানালেন সুজন, 'ম্যাচশেষে রবি আমাকে অভিনন্দন জানিয়েছে। বলেছে শ্রীলঙ্কার বিপক্ষে ওই সময়ে আমার সিদ্ধান্ত সঠিক ছিল। এছাড়াও বাংলাদেশের এমন লড়াইয়ে তিনি অভিনন্দন জানিয়েছেন। জয়ের পথেই ছিলাম। ভাগ্যটাই পাইনি।'

তবে ফাইনালে জিততে না পারলেও বাংলাদেশ ক্রিকেট যে সঠিক পথে আছে তাই মনে করিয়ে দিলেন সুজন। মাঝের সময়টা বাজে বলেই মনে করছেন। তার মতে নিদাহাস ট্রফির পারফরম্যান্সে এবার টি-টুয়েন্টিতেও নিজেদের প্রমাণ করতে পেরেছে টাইগাররা। আর এখান থেকে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলেই মনে করেন সাবেক এ অধিনায়ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়