শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৮, ১০:৫১ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০১৮, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাওয়ার হ্যামলেট‌সে কনজারভেটিভ প্রার্থী ডাঃ অা‌নোয়ারা আলীর নির্বাচনী ইশ‌তেহার ঘোষণা 

সাইদুল ইসলাম, লন্ডন : ব্রি‌টে‌নে ক্ষমতাশীন দল কনজার‌ভে‌টিভ পা‌র্টির টাওয়ার হ্যাম‌লেটস বারায় মেয়র প্রার্থী ডাঃ অা‌নোয়ারা অালী বুধবার তাঁর নির্বাচনী ইশ‌তেহার ঘোষণা ক‌রে‌ছেন। বুধবার ব্রিক‌লে‌নের এক‌টি রেষ্টু‌রে‌ন্টে জনার্কীণ এক সংবাদ স‌ন্মেল‌নে তি‌নি তার নির্ব‌াচনী ইশ‌তেহার ঘোষনা ক‌রেন।

সংবাদ স‌ন্মেল‌নে ডাঃ অা‌নোয়ারা অালী ব‌লেন, তি‌নি এ বারায় গত চ‌ল্লিশ বছ‌রের বে‌শি সময় ধ‌রে বসবাস কর‌ছেন।  একজন স্ত্রী‌, একজন মা, একজন ব্যবসায়ী নারী ও একজন জি‌পি (চি‌কিৎসক)  হি‌সে‌বে এ বারার নাগ‌রিক সমস্যা ও সমাধা‌নের চ্যা‌লেঞ্জগু‌লি সম্প‌র্কে তি‌নি স‌চেতন। টাওয়ার হ্যাম‌লেট‌সের বা‌সিন্দা হি‌সে‌বে তি‌নি নার্সারী থে‌কে মে‌ডিক্যাল অব‌ধি প‌ড়ে‌ছেন।
সংব‌াদ স‌ন্মেল‌নে তি‌নি ব‌লেন,‌তি‌নি নির্বা‌চিত হ‌লে বারার অপরাধ নিয়ত্রন ও অসামা‌জিক কার্যকলাপ প্র‌তি‌রো‌ধে অ‌তি‌রিক্ত পু‌লিশ ও পি‌সিএসও নি‌য়োগ, অা‌রো ক্লোজ সা‌র্কিট ক্যা‌মেরা প্র‌তিস্থাপন,প্র‌তি‌টি ওয়া‌র্ডে অাফটার স্কুল ক্লাব চালু,‌শিক্ষার মান উন্নয়‌ন,হাউ‌জিং সহ জনদু‌র্ভোগ লাঘব ও জনজীব‌নের মান উ‌ন্নোয়‌নে কাজ কর‌বেন।

‌সংবাদ স‌ন্মেল‌নে কনজার‌ভে‌টিভ পা‌র্টির স্থানীয় নেতৃবৃ‌ন্দের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন কাউ‌ন্সিলার পিটার গোল্ড, কাউ‌ন্সিলার এন্ড্রু উড, ডে‌ভিড ফিল, এ‌লেক্স কে, মিঃ জেইমস, হে‌রি স্কো‌ফিন, হাওয়ার্ড ডারউইল, কনজার‌ভে‌টিভ নেতা,ক‌মিউ‌নি‌টি ব্যা‌ক্তিত্ব মু‌কিম অাহমদ, শাহগীর বখত ফারুক প্রমুখ।

সংবাদ স‌ন্মেল‌নে বি‌ভিন্ন টি‌ভি,‌প্রিন্ট ও অনলাইনের সি‌নিওর সাংবাদিকরা অংশ নেন।

উ‌ল্লেখ্য,‌ব্রি‌টে‌নের সব‌চে‌য়ে বে‌শি বাংলা‌দেশী অধ্যু‌ষিত বারা টাওয়ার হ্যাম‌লেট‌স। ডাঃ অা‌নোয়ারা অালীই প্রথম কোন ব্রি‌টিশ বাংলা‌দেশী ও নারী, যি‌নি এ বারায় কনজার‌ভে‌টিভ পা‌র্টির প্রার্থী নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। চি‌কিৎসা‌সেবায় গুরুত্বপুর্ন অবদা‌নের স্বীকৃ‌তিস্বরুপ তি‌নি সম্প্র‌তি এম‌বিই সন্মাননায় ভূ‌ষিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়