শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৮, ০৮:১৪ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০১৮, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে তুষারপাতে ৪,৪০০টি ফ্লাইট বাতিল


মাহাদী আহমেদ : যুক্তরাষ্ট্রে এখন বসন্তকাল। কিন্তু এর পরও দেশটির পূর্ব উপকূলে গত তিন সপ্তাহের মধ্যে চতুর্থ বারের মতো আঘাত হেনেছে তীব্র তুষারঝড়।

 

এর ফলে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহরগুলোর উপর দিয়ে তীব্র তুষারপাত ও ঝড়ো বাতাস বয়ে গেছে। যুক্তরাষ্ট্রের এভিয়েশন ডেটা সার্ভিসেস কোম্পানি ‘ফ্লাইট অ্যাওয়ের’ জানিয়েছে, এ তুষার ঝড়ের ফলে উক্ত অঞ্চল জুড়ে ৪,৪০০টি বিমান ফ্লাইট বাতিল করা হয়েছে।

 

এছাড়াও, পরপর চারটি তীব্র তুষার ঝড়ের ফলে ১০ হাজারেরও অধিক বিমান ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে, বিগত কয়েক বছরের মধ্যে যা কিনা সর্বোচ্চ।

 

তীব্র এ তুষার ঝড়ের ফলে নিউইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটন ডি.সি.’র সব পাবলিক স্কুল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া, নিউজার্সি কর্তৃপক্ষ খারাপ আবহাওয়ার জন্য তাদের সব স্টেট অফিস বন্ধের নির্দেশ দিয়েছে।

 

মেরিল্যান্ড স্টেট পুলিশ জানিয়েছে, তুষারঝড়ের পর মঙ্গলবার থেকে এখন পর্যন্ত তারা ৪০৮টি দুর্ঘটনার খবর পেয়েছে। ভার্জিনিয়ার স্টেট পুলিশ জানিয়েছে, গত ১০ ঘন্টারও কম সময়ের মধ্যে তারা ২৫০টি দুর্ঘটনার খবর পেয়েছে। তারা গাড়ি চালকদেরকে সড়ক ব্যাবহার না করার পরমর্শ দিয়েছে। এবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়