শিরোনাম

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৮, ০৯:০৫ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০১৮, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হকিংয়ের সফ্‌টওয়্যার বুঝতো ব্যবহারকারী কী চাইছে

ডেস্ক রিপোর্ট :বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের সঙ্গে অরুণ মেহতা এবং বিক্রম কৃষ্ণের স্মৃতিচারণায় তাঁদের সাক্ষাতের মুহূর্ত। অরুণ বললেন, হকিং–এর সঙ্গে দেখা হওয়া তাঁদের জীবন পরিবর্তন করে দিয়েছিল। ২০০১ সালে ভারতে এসেছিলেন হকিং। সেই সময় মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য যে প্রযুক্তি তিনি ব্যবহার করছিলেন তাতে তাঁর কিছু সমস্যা হচ্ছিল । যাতে তাঁরা এমন কোনও সফ্‌টওয়্যার প্রোগ্রাম তৈরি করতে পারেন যা হকিং–এর মতো রোগীদের যোগাযোগ স্থাপনে সাহায্যকারী হতে পারে।

ওই চ্যালেঞ্জ নিতে এগিয়ে যান দিল্লি আইআইটি–র প্রাক্তনী অরুণ মেহতা এবং তাঁর বন্ধু বিক্রম কৃষ্ণ। তাঁরা দুজন মিলে ‘‌এলোকিউটর’‌ নামে একটি বিশেষ সফ্‌টওয়্যার তৈরি করেন। এর সাহায্যে মোটর নিউরোন রোগী বা যাঁদের কথা বলতে, লিখতে অসুবিধা হয় তাঁরাও যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন। এই সফ্‌টওয়্যার বুঝতে পারে এর ব্যবহারকারী কী লিখতে চাইছেন এবং মনে রাখতে পারে তিন আগে কী লিখেছিলেন। ‘‌এলোকিউটর’–এর মাধ্যমে একটা মাত্র বোতাম টিপেই হকিং লিখতে পারতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়