শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৮, ০৭:১৬ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০১৮, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০৩৫ সালে পানির অভাবে বসবাসের অযোগ্য হবে ঢাকা

জান্নাতুল ফেরদৌসী: অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন ও মাত্রাতিরিক্ত ব্যবহার কমাতে না পারলে পানির অভাবে ২০৩৫ সালের মধ্যে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। এই পানি সংকট মোকাবেলায় প্রকৃতিভিক্তিক সমাধানের ওপর জোর দেয়ারও পরামর্শ দেন তারা।

বিশ্বে বর্তমানে ২শ ১০ কোটি মানুষ নিরাপদ সুপেয় পানি সেবা থেকে বঞ্চিত। জাতিসংঘের হিসেব বলছে, ২০৫০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা ২শ কোটি বৃদ্ধি পাবে এবং পানির চাহিদা বাড়বে আরও ৩০ শতাংশ। কৃষি ও শিল্পের বাইরে মোট পানি ব্যবহারের মাত্র ১০ শতাংশ ব্যবহার হয় গৃহস্থালি কাজে। এর মাত্র ১ শতাংশ ব্যবহৃত হয় সুপেয় পানি হিসেবে।

পরিবেশবিদরা বলছেন, গত ৪০ বছরে শুধু ঢাকা শহরেরই ভূগর্ভস্থ পানির স্তর ৫৫মিটার নেমে গেছে  কারণ অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন এবং মাত্রাতিরিক্ত ব্যবহারই।

পবা সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: আবদুস সোবহান বলছেন,  ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, বনাঞ্চল বৃদ্ধি, জলাশয় পুনরুদ্ধার এবং নদী ও খালের পুনঃব্যবহারের পাশাপাশি প্রকৃতি নির্ভর চাষাবাদে জোর দিতে হবে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৬ অনুযায়ী ২০৩০ সালের মধ্যে পানি ও স্যানিটেশনের প্রাপ্যতা নিশ্চিত করতে প্রকৃতিই এর সমাধান দিতে পারে বলেও মনে করেন এই পরিবেশবিদরা। সূত্র: ডিবিসি নিউজ টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়