শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৮, ০৫:৫২ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০১৮, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে সড়কে ডাকাতি ও চুরির ঘটনায় ৬ পুলিশের বদলি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা থেকে ৬ পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। সড়কে ডাকাতি ও পুলিশের টাকা পুলিশই চুরির করার অপরাধে হাইওয়ে পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম মঙ্গলবার রাতে তাদের বিভিন্ন জেলায় বদলি করেন।

বদলির ঘটনায় হাইওয়ে থানার পুলিশের মধ্যে বদলি আতঙ্ক বিরাজ করছে। যাদের বদলি করা হয়েছে তারা হলেন কনস্টেবল প্রদীপ (ড্রাইভার), কনস্টেবল হানিফ, মনোয়ার, শাকিল, শরীফুল ও এটিএসআই কাসেম।

সূত্র জানায়, ভাঙ্গা হাইওয়ে পুলিশ ব্যারাকে এক পুলিশ সদস্যের ট্রাঙ্ক ভেঙে টাকা চুরির সময় হাতেনাতে ধরা পড়েন পুলিশ সদস্য প্রদীপ। এছাড়া রোববার রাতে সদরদী এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতি চেষ্টা করে ডাকাতরা। রাতে পুলিশ টহল থাকলেও কীভাবে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করা হয় তা নিয়ে প্রশ্ন ওঠে। এ দুটি ঘটনা জানতে পেরে হাইওয়ে পুলিশ সুপার ছয়জনকে বদলির আদেশ দেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম জানান, চুরি বা সড়ক ডাকাতির ঘটনা নয়, এদের ৬ জনকে নিয়মিত বদলি করা হয়েছে। তবে এর মধ্যে প্রদীপকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ সুপার মো. জাহাঙ্গির আলম জানান, ভাঙ্গা হাইওয়ে থানায় জনবল বেশি। এ জন্য এদের ৬ জনকে বদলি করা হয়েছে। তবে চুরি ও সড়কে ডাকাতির চেষ্টার ঘটনা নয়। আর এ বিষয়ে আমার কাছে লিখিত কোনো অভিযোগ নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়