শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৮, ০৪:০৭ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০১৮, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক বছর আগেই ৩৯ ভারতীয় মারা গিয়েছে : ইরাক ফরেন্সিক প্রধান

ররিন আকরাম : এক বছর আগেই মসুলে মারা গিয়েছিল ৩৯ জন ভারতীয়। জানিয়েছেন ইরাকের ফরেন্সিক বিভাগ প্রধান ডঃ জাইদ আলি আব্বাস। ভারতীয় সংবাদমাধ্যমকে ফোনে তিনি এই খবর জানান।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রকের অধীনে রয়েছে ফরেন্সিক মেডিসিন বিভাগ। যার বিভাগীয় প্রধান ডঃ জাইদ আলি আব্বাস। তিনিই ৩৯ জন ভারতীয়ের ডিএনএ পরীক্ষা করেন। ইরাকের মর্টাস ফাউন্ডেশন বাদুউশ থেকে মৃতদেহগুলি নিয়ে আসে। এরপর ভারত থেকে পাঠানো আত্মীয়দের নমুনার সঙ্গে তা মিলিয়ে দেখা হয়। বেশিরভাগ মৃতদেহের মাথায় গুলির চিহ্ন পাওয়া যায়।

বাগদাদ থেকে ফোনে ডঃ জাইস আলি আব্বাস জানান, মৃতদেহ গুলি কঙ্কাল অবস্থায় আমাদের কাছে আসে। হাড় ছাড়া কিছু ছিল না। শরীরে মাংসের লেশ মাত্র ছিল না। দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে বলতে পারি তারা এক বছর আগেই মারা গিয়েছিল।

একই দাবি করেছিল হরজিৎ মাসিহ। ২০১৪ সালে অপহৃত ৪০ জন ভারতীয়ের মধ্যে সে ছিল একজন। কিন্তু বরাত জোরে আইসিস ডেরা থেকে পালিয়ে কোনরকমে বেঁচে দেশে ফিরে আসে। সেই প্রথম দাবি করেছিল, ৩৯ জন ভারতীয় মারা গিয়েছে। তার চোখের সামনেই গুলি করে খুন করা হয়েছিল বাকিদের।

ফরেন্সিক পরীক্ষার পরই প্রমাণ হয় অপহৃত ৩৯ জন ভারতীয়রা সকলে মারা গিয়েছে। ইরাক থেকে সেই রিপোর্ট পাঠানোর পরই মঙ্গলবার ভারতের রাজ্যসভায় সেই কথা ঘোষণা করেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। প্রশ্ন ওঠে এক বছর আগেই যদি তারা মারা যায় তাহলে সরকার এতদিন কেন অন্ধকারে রেখেছিল সবাইকে?

সুষমার সাফ জবাব, তারা ৬ মাস আগে অথবা দু’বছর আগেই মারা যাক না কেন, প্রমাণ ছাড়া তাদের মৃত ঘোষণা করা ‘পাপ’৷ তাছাড়া জঙ্গিদের হাত থেকে মসুলকে মুক্ত করা না পর্যন্ত সার্চ অপারেশন শুরু করা যায়নি। মসুল জঙ্গি মুক্ত হওয়ার পরই তাদের তন্ন তন্ন করে খোঁজা শুরু হয়।

এদিকে জানা গিয়েছে, মৃতদেহগুলি আগামী সপ্তাহে ভারতের হাতে তুলে দেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রীর প্রতিমন্ত্রী জেনারেল ভিকে সিং আগামী সপ্তাহে রওনা দেবেন ইরাক। ডঃ আব্বাসি জানিয়েছেন, সব দেহগুলির পরিচয় পাওয়া গিয়েছে। এখন সার্টিফিকেট সংক্রান্ত কিছু কাজ বাকি আছে। সূত্র : কলকাতা ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়