শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৮, ০২:১৯ রাত
আপডেট : ২২ মার্চ, ২০১৮, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখনো সিলেট মহানগরীতে গড়ে উঠেনি পর্যাপ্ত গণপরিবহন

ডেস্ক রিপোর্ট: সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার ১৭ বছরেও সিলেট মহানগরীতে গড়ে উঠেনি পর্যাপ্ত গণপরিবহন ব্যবস্থা। বেসরকারি উদ্যোগে প্রায় সাত বছর আগে 'টাউন বাস সার্ভিস' নামে ছোট আকারের কিছু বাস সেবা চালু হলেও তা এখন বন্ধ হওয়ার উপক্রম। ফলে গন্তব্যে যেতে রিকশা আর অটোরিকশাই ভরসা নগরবাসীর। তবে সিটি মেয়র বলছেন, নগরীর সরু সড়ক প্রসস্থ করে গড়ে তোলা হবে আধুনিক গণপরিবহন ব্যবস্থা।

২০০১ সালে প্রতিষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশনের আয়তন ২৬ দশমিক ৫ বর্গ কিলোমিটার। ক্রমবর্ধমান এ মহানগরীতে সরকারি উদ্যোগে এখনো গড়ে উঠেনি গণপরিবহণ ব্যবস্থা। গণপরিবহন না থাকায় নগরীর এক স্থান থেকে অন্য স্থানে যেতে মুল ভরসা রিকশা ও অটোরিকশা। এতে জনসাধারণকে গুনতে হয় অতিরিক্ত ভাড়া। এছাড়া অতিরিক্ত রিকশার চাপে দিনভর দীর্ঘ যানজট লেগে থাকে নগরীতে।

২০০৮ সালে বেসরকারি উদ্যোগে ৩৫টি বাস নিয়ে নগরীতে যাত্রা শুরু করে 'টাউন বাস সার্ভিস'। অব্যবস্থাপনার কারণে এ সেবার অবস্থাও করুণ। এখন চলাচল করছে মাত্র ১২টি বাস। শুরুতে নগরীর ১০টি রুটে বাস চলাচল করলেও বর্তমানে মাত্র দুটি রুটে আছে এ সেবা।

রাস্তাঘাট প্রশস্ত না হওয়ায় নগরীতে নামানো যাচ্ছে না পর্যাপ্ত গণপরিবহন- ভলছেন সিটি মেয়র। তবে সরু রাস্তা বড় করে আধুনিক গণপরিবহণ ব্যবস্থা চালুর উদ্যোগের কথাও জানান তিনি।

২০১৩ সালে মেয়র নির্বাচিত হওয়ার পর আরিফুল হক চৌধুরী নগরীতে গণপরিবহন ব্যবস্থা চালুর উদ্যোগ নেন। তবে এখনো তা আলোর মুখ দেখেনি। সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়