শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৮, ০১:২৫ রাত
আপডেট : ২২ মার্চ, ২০১৮, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকের তথ্য চুরি হলেই পরোয়ানা জারি করবে ভারত!

তানভীর রিজভী :  বিপাকে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। ফেসবুক থেকে ভারতীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি হলে, প্রয়োজনে তাকে পরোয়ানা পাঠাবে ভারতের মোদি সরকার। বুধবার এমনটাই জানালেন ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

রবিশঙ্কর প্রসাদ জানান, শুধু জুকারবার্গ নয়। পরোয়না পাবেন ফেসবুকের সিইও সেরিল স্যান্ডবার্গকও।

তিনি বলেন, বর্তমানে ভারতে বিশ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করছে। এমতবস্থায় ভারতীয়দের ব্যক্তিগত তথ্য চুরি গেলে এবং তার জন্য যদি ফেসবুক দায়ী হয় তাহলে আমরা অবশ্যই কঠোর ব্যবস্থা নেব। পাশাপাশি তথ্য পাচারের অভিযোগে ফেসবুক কর্তৃপক্ষকে পরোয়ানা পাঠাবো।

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে থেকে। কেমব্রিজ অ্যানালিটিকা নামে একটি ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে ৫০ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর তথ্য চুরির অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, সংস্থাটির বিরুদ্ধে সেই তথ্য ব্রেক্সিট এবং মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনের সময়ে ব্যবহারের অভিযোগও ওঠে।

এছাড়া তারা নাকি সেই তথ্য দিয়ে রাজনীতিবিদদেরও সাহায্য করেছে। আর এরপরই গোটা বিশ্ব জুড়ে তৈরি হয় বিতর্ক। কারণ এক বছর আগে একটি অ্যাপের মাধ্যমে ওই তথ্যগুলি হাতিয়ে নিয়েছিল সংস্থাটি। যেটা ছিল অনৈতিক।

এ প্রসঙ্গে মন্ত্রী রবিশঙ্কর জানান, কেমব্রিজ অ্যানালিটিকা এমন একটি সংস্থা যারা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং কেনিয়ার নির্বাচনে এই তথ্যগুলির সাহায্যে নিজেদের প্রভাব খাটিয়েছিল।  কিন্তু এভাবে তথ্য হাতিয়ে কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কেউ যদি ভারতের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, সেটা মেনে নেব না। ফেসবুককে সেই বিষয়ে আমরা সতর্কও করেছি।  সূত্র : বিবিসি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়