শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৮, ১২:৫৬ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০১৮, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭০ টাকার স্মারক নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক

আনোয়ার হোসেন: স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশে উন্নয়নশীল দেশে উত্তরণ অভিযাত্রার গৌরবোজ্জ্বল মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশ ব্যাংক ‘উন্নয়ন অভিযাত্রায় বাংলাদেশ-মার্চ ২০১৮’ শীর্ষক ৭০ টাকার একটি স্মারক নোট ইস্যু করছে। বৃহস্প্রিতিবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত স্মারক নোট অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে।

উদ্বোধনের পর দুপুর ১২ টা থেকে স্মারক নোটটি নির্ধারিত মূল্যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে সকল শাখা অফিসে পাওয়া যাবে। ফোল্ডার ছাড়া খামসহ নোটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা এবং দৃষ্টিনন্দন ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ৭০ টাকার স্মারক নোটের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, জাতীয় স্মৃতি সৌধ, বেতবুনিয়া ভ‚-উপগ্রহ কেন্দ্র, বাংলাদেশের মানচিত্র ও বাইনারি সংখ্যা মুদ্রিত আছে। আর নোটের অপর পিঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ও নির্মাণাধীন পদ্মা সেতুর নকশা মুদ্রিত থাকবে। এই নোটে জলছাপ থাকবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, ‘১০০’ ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রামের। নোটের সম্মুখভাগের বামদিকে ১০০ টাকা মূল্যমানের নোটের ন্যায় প্যাঁচানো নিরাপত্তা সুতা থাকবে। তাছাড়া বহু রংয়ের ইউভি ফাইবার মাইক্রোটেক্সট নিরাপত্তা বৈশিষ্ট্যও রয়েছে নোটটিতে।

উল্লেখ্য, স্মারক নোট বিনিময়ের জন্য নয়। কেবলমাত্র সংগ্রহ করার উদ্দেশ্যেই বাংলাদেশ ব্যাংক থেকে এসব নোট ছাপানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়