শিরোনাম

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৮, ১২:৪৬ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০১৮, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেশোয়ার কর্তৃপক্ষ তামিমকে চিকিৎসার জন্য ব্যাংককে পাঠাচ্ছে

স্পোর্টস ডেস্ক : গতকাল পাকিস্তান সুপার লিগের এলিমিনেটর-১ এর ম্যাচে কোয়েটার বিপক্ষে খেলতে হাঁটুতে চোট পান বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। তামিমের ইনজুরির বিষয়টি পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন ডট কম নিউজ প্রকাশ করে। নিউজটির তথ্যমতে দ্রুত চিকিৎসার জন্য তামিমকে নাকি লাহোর থেকে ব্যাংককে পাঠাচ্ছে পেশোয়ার ফ্র্যাঞ্চাইজিটি। যদিও সংবাদ মাধ্যমটি বিষয়টি বিস্তারিত ভাবে প্রকাশ করেনি।

ডন নিউজের রিপোর্ট অনুযায়ী, হাঁটুতে চোটের চিকিৎসার জন্য ব্যাংককে পাঠানো হবে তামিমকে। আশা করা যায় আজ যদি করাচির বিপক্ষে পেশোয়ার জয় পায় তবে ফাইনালে ইসলামাবাদের বিপক্ষে আবারও দেখা যাবে তামিমকে।

আগে থেকেই তামিমের হাঁটুতে ছোট্ট সমস্যা ছিলো। কিন্তু বিষয়টি তেমন গুরুতর নয় বলে এতাদিন নিয়মিত খেলেছেন এই ওপেনার। এইদিকে তামিমের এখন আবার ইনজুরির বিষয়টি কিছুই জানে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

গতকাল এলিমিনেটর-১ এর ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়ের্সের বিপক্ষে পেশোয়ারের জয়ে অনেক ভূমিকা রাখেন তামিম ইকবাল। ওপেনিংয়ে নেমে ২৯ বলে ৫টি চারে ২৭ রান করেছেন তিনি। পিএসএলের চলতি আসরের শুরুতে ৫টি ম্যাচে খেলেছিলেন তিনি। এরপর নিদাহাস ট্রফিতে অংশ নিতে দলের সাথে কলম্বো যান তামিম। নিদাহাস ট্রফি শেষ করে কলম্বো থেকে সোমবারে পিএসএল খেলতে লাহোরে চলে যান দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়