শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৮, ০৮:৪২ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০১৮, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুলের প্রধান শিক্ষককে হত্যাচেষ্টায় জড়িতদের বিচার দাবি

ইসমাঈল হুসাইন ইমু : টাঙ্গাইলের মির্জাপুর ইউনিয়নের বড়শিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে হত্যা চেষ্টাকারী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা হালিমুজ্জমান ও তার সন্ত্রাসী বাহিনীর বিচার দাবি করেছেন ওই শিক্ষকের স্বজনরা।

বুধবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আহত শিক্ষকের ছেলে রাফিজ ইমতিয়াজ, ছোটভাই ফেরদৌসুর রহমান ও স্কুলের সহকারি শিক্ষিকা শিরন আক্তার উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১৭ মার্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রফিকুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়। তাদের বাধা দিতে গেলে হালিমুজ্জামনের বড় ভাই হারুন অর রশিদ,ভাতিজা মামুনুর রহমান তালুকদার, আকাশ তালুকদার, মেহেদী হাসান দিপু, ইয়াদ আলী, লিটন, ইসহাক,নাসিরসহ আরও ১০/১২ জন রফিকুল ইসলামকে বেধড়ক মারপিট ও এলাপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত রফিকুল মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন্। এ ঘটনার পর হারুন অর রশিদকে পুলিশ আটক করলেও অজ্ঞাত কারণে তাকে ছেড়ে দেয়। এছাড়া মামলা না করার জন্য নানাভাবে হুমকি দিচ্ছে ওই সন্ত্রাসীরা।

গোপালপুর থানা পুলিশ জানায়, বড়শিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় থানায় দায়ের হওয়া মামলা নিয়ে বড়শিলা হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সাথে বড়শিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হারুন অর রশীদ তালুকদারের সাথে বিরোধ চলছিল।

সম্প্রতি পুলিশ ওই মামলায় আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করলে ক্ষোভের সঞ্চার হয়। এর জের ধরে শনিবার সকালে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের উপর প্রতিপক্ষের লোকজন রামদা, ছুরি ও রড় নিয়ে হামলা চালায়। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইয়াদালি নামক এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। থানায় মামলা হয়েছে।

রফিকুল ইসলামের ছোট ভাই ফেরদৌসুর রহমান জানান, বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সন্ত্রাসীদের ভয়ে তারা বাড়ি ফিরতে পারছেননা। এছাড়া স্কুল থেকেও তার ভাইকে অপসারণের চেষ্টা করা হচ্ছে। ম্যানেজিং কমিটির সভাপতির অনৈতিক কর্মকান্ডে বাঁধা দেয়ার কারণেই তার ভাইয়ের ওপর এই হামলা চালানো হয়। এ ঘটনায় জড়িতদের অাইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়