শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৮, ০৮:৫২ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০১৮, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ার পরমাণু স্থাপনায় হামলার ১১ বছর পর স্বীকারোক্তি  ইসরায়েলের

সাইদুর রহমান : আজ থেকে ১১ বছর আগে ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে মাত্র ৪ ঘন্টায় সিরিয়ার পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়ে পরমাণু স্থাপনা সম্পূর্ণরুপে ধ্বংস করে দেয় ইসরায়েলি সেনাবাহিনী। প্রথম বারের মত আজ আনুষ্ঠানিকভাবে এ হামলার দায় স্বীকার করার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আফেখা আদ্রু।

 

সেনাবাহিনী মুখপাত্র জানান, ইলেক্ট্রনিক যুদ্ধবিমান ছাড়াও মোট আটটি এফ -১৬ এবং এফ-১৫ জঙ্গি বিমান হামলায় অংশ নেয়। লেজার বোমা ব্যবহার করে মোট ১৭ টন বিষ্ফোরক দ্রব্য নিক্ষেপ করা হয়। এবং পরমাণু চুল্লি সম্পূর্ণরুপে ধ্বংস করে দেয়া হয়।

 

সেনামুখপাত্র আরও জানান, হামলা করার আগে গোয়েন্দাদের এবং হামলাস্থলে জটিল প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

 

সেনামুখপাত্র আরও জানান, রাজধানী দামেস্ক থেকে ৪৫০ কিলোমিটার দূরে দেইর আজ-জুরে এলাকায় কয়েকটি পর্যায়ে পরমাণু চুল্লিটি নির্মাণ করা হয়েছিল।

 

এদিকে হিবরু ভাষায় প্রকাশিত বিভিন্ন গণমাধ্যম হামলা চিত্রও ভিডিও প্রকাশ করেছে।

 

হারেৎজ জানিয়েছে, উত্তর কোরিয়ার সহযোগিতায় পাঁচ বছর ধরে পরমাণু চুল্লির কাজ সম্পন্ন করা হয়।

হারেৎজ আরও জানিয়েছে, সিরিয়ার পরমাণু স্থাপনা ধ্বংস করা ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ উলমার্টের সবচেয়ে বড় সাফল্য। সূত্র : ইয়েনি সাফাক

 

 

 

 

 

 

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়