শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৮, ০৮:১২ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০১৮, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাইফ সাপোর্টে ক্যাপ্টেন আবিদের স্ত্রী

জুয়াইরিয়া ফৌজিয়া : নেপালে বিধ্বস্ত বিমানের পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমের শারীরিক অবস্থার অনেক অবনতি হয়েছে। তিনি বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে লাইফ সাপোর্টে আছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিমান দুর্ঘটনায় স্বামী নিহত হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন আফসানা। এতে রবিবার ভোরে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তার। প্রথমে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

তার চিকিৎসক ডা. বদরুল আলম বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তিনি সংকটাপন্ন। গতকাল মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হওয়ায় নিবিড় পর্যবেক্ষণ ইউনিট থেকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজী শফিকুল ইসলাম বলেন, রবিবার রাতে আরেকবার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে আবারও তার অপারেশন করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, তাকে ভেন্টিলেটরের সাহায্যে কৃত্রিম উপায়ে অক্সিজেন দিয়ে শ্বাস-প্রশ্বাস (হার্ট) চালু রাখার সর্বোচ্চ চেষ্টা করছেন চিকিৎসকরা। তবে এ ধরনের জটিল রোগীদের কৃত্রিম উপায়ে যতটুকু অক্সিজেন টানার কথা (শতকরা ৯০ ভাগ) সেই কাক্সিক্ষত মাত্রার অক্সিজেন টানতে পারছেন না তিনি। ফলে তার মস্তিষ্ক সঠিকভাবে কাজ না করায় শেষ পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা আদৌ সম্ভব হবে কিনা, তা নিয়ে সংশয়ে রয়েছেন আইসিইউ চিকিৎসকরা।

গত ১২ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় পাইলট আবিদ সুলতানকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও একদিন পরই চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান।

সূত্র : আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়