শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৮, ০৬:০৮ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০১৮, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী সপ্তাহেই ভেঙে পড়বে ‘বিষাক্ত গ্যাসে’ ভর্তি ‘দৈত্যাকার’ স্যাটেলাইট!

ডেস্ক রিপোর্ট : অনেকদিন ধরেই নিয়ন্ত্রণহীন হয়ে আকাশে ঘুরছে বিষাক্ত টক্সিন গ্যাসে ভর্তি চীনা স্যাটেলাইট তিয়ানগং-১। সেটি নিউইর্য়কসহ পৃথিবীর যে কোনো প্রান্তে ভেঙে পড়তে পারে বলে এর আগেও বার বার সতর্ক করেছেন বিজ্ঞানীরা। এখন তারা বলছেন, চীনের তৈরি এই প্রোটোটাইপ স্টেশনটি আগামী সপ্তাহের যে কোনো দিন ভেঙে পড়তে পারে।

বিজ্ঞানীদের হিসাব মতে, চলতি মাসের ৩০ তারিখ থেকে এপ্রিলের ৬ তারিখের মধ্যে ভেঙে পড়বে এটি।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, ৪৩ ডিগ্রি উত্তর ও দক্ষিণের অক্ষাংশের কাছাকাছি সরু ফাঁকা দিয়ে স্যাটালইটটির শহরগুলোতে ভেঙে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ধারণা করা হচ্ছে নিউইর্য়ক, বার্সেলোনা, শিকাগো, ইস্তানবুল, রোম এবং টরনেটোতে পড়তে পারে এটি।

বিজ্ঞানীদের ধারণা মতে, স্যাটালাইটটি খুব ধীর গতি এ সব অঞ্চলের উপরে ঘুরছে। যদিও এর গতি ধ্রুবক। তারপরও পৃথিবী পৃষ্ঠদেশ অতিক্রম করতে এটির বেশি সময় লাগার কারণে স্যাটালাইটটি ভেঙে পড়াতে উচ্চ ঝুঁকি রয়েছে।

২০১১ সালে চীন থেকে উৎক্ষেপণ করা হয় এই স্যাটেলাইট স্টেশনটি। চীনের পক্ষ থেকে জানানো হয়, বেশ কয়েকটি মহাকাশ গবেষণা অভিযানে অংশ নিয়েছে সেটি। তবে ২০১৬ সালে বছর দেশটির মহাকাশ গবেষণা সংস্থা সিএনএসএ জানায়, তারা তিয়াংগং ১-এর নিয়ন্ত্রণ হারিয়েছে। সে সময় আরো জানানো হয়, নিয়ন্ত্রণহীন হয়ে সেটি অস্বাভাবিক আচরণ করছে। সূত্র : আমাদেরসময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়