শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৮, ০৪:১৫ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০১৮, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনের দর্শনে ধর্ষণ

জাহিদুল করিম মিয়াজী : সাম্প্রতিক সময়ে ধর্ষণ বড় ধরনের যন্ত্রনার একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু দেশ নয়, তা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে ছত্রাক আকারে। যার দরুন নারী-পুরুষের বিদ্ধেষ ছড়িয়ে পড়ছে মহামারী আকারে , একে অপরের দোষ চাপাচ্ছে নিজের চিন্তা প্রসুত দলিল দিয়ে। “কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, আজও বিষে দংশেনি যারে”। এর জন্য আমরা নানান কারন কে সামনে আনতে পারি, এই উপদ্রপ বাড়ার জন্য---১। আইনের যথাযোগ্য প্রয়োগ না হওয়া
২। আইন প্রয়োগকারীদের অসাধূতা ৩। মুল্যবোধ ও নৈতিকতার অবক্ষয় ৪ । দেশি-বিদেশী মিডিয়ার প্রভাব ৫। নেশাজাত দ্রব্যের অবাধ ছাড়া-ছড়ি ৫। পারিবারিক শিক্ষার আকাল ৬। আকাশ সংস্কৃতির আগ্রাসন ৭। জ্ঞান বিজ্ঞান ও কৌশল মুখি না হওয়া ৮। রাজনৈতিক অস্থিতিশীলতা ৯। নারীর সম্মানের অবমুল্যায়ন ১০। আইন পেশাকে সেবা না ভেবে ব্যবসা হিসাবে দেখা । আমরা প্রত্যেকেই নিজের যায়গায় দায়িত্বের অবহেলার ফলে আজ সমাজের করুন পরিনতি।

কেন এমন হবে, আমরা কি দায়িত্ববান হয়ে একটি সুন্দর দেশ উপহার দিতে পারিনা? আমরা কি আমাদের ঘরের পরিবেশের মত বাহির তথা দেশটাকে নিরাপদ করতে পারিনা? হ্যাঁ- পারি, মানুষ পারেনা এমন কোন কাজ নেই। আমি আমার নিজের বোনকে যে দৃষ্টিতে দেখি, অন্যের বোনকে কেন সে দৃষ্টিতে দেখিনা? এই যায়গায় যদি একটু থামি, তাইলে আর বোধয় সামনে বাড়তে হয়না। এর জন্য যে কেবল ধর্ষকের নোংরা মানষিকতা দায়ী তা নয়, আমাদের সমাজ কাঠামোর কিছু পদ্ধতিগত ভুল কম দায়ী নয়। ধর্মীয় শিক্ষাকে সংকুচিত করে আধূনিক শিক্ষার জোয়ার উঠিয়ে ধর্ষণকে কখনও প্রটেক্ট করা সম্ভব নয়। দরকার দুই শিক্ষার সমন্বয়, এই অপরাধ রোধ করতে খোদ আমেরিকাই পারছেনা। আমার দেশের তুলনায় ওদের নোংরামির হার অনেক বেশি। তাদের পিতার কাছে কন্যা নিরাপদ নয়। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।

ধর্ষণ রোধে কিছু প্রয়োজনীয় আইন জেনে রাখা দরকার : দন্ডবিধি ১০০ ধারায় বলা হয়েছে। দেহের ব্যাক্তিগত আত্মরক্ষার ৯৯ ধারার বিধি নিষেধ সাপেক্ষে নি¤েœাক্ত ক্ষেত্রে আক্রমন কারীকে ইচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটানো যাবে। যদি আক্রমন এরূপ প্রকৃতির হয়, তাহলে ১। যেখানে মৃত্যুর আশংকা থাকে। ২। যেখানে গুরুত্বর আঘাতের আশংকা থাকে ৩। যেখানে ধর্ষিত হবার আশংকা থাকে ৪। যেখানে অপ্রাকৃতিক লালসা চরিতার্থ করার আশংকা থাকে। ৫। যেখানে অপহরণের আশংকা থাকে। ৬। যেখানে বেআইনিভাবে আটক হবার আশংকা থাকে ইত্যাদি, তবে আঘাতকারীকে প্রমাণ করতে হবে যে, উপরোক্ত কারণেই সে আঘাত করতে বা মৃত্যু ঘটাতে বাধ্য হয়েছে।

ধর্ষণের সংজ্ঞাঃ ধর্ষণ বলিতে বিবাহ বন্ধন ব্যাতিত ১৬ বৎসরের অধিক বয়সের নারীর সহিত তাহার সম্মতি ছাড়া বা ভীতির প্রদর্শন বা প্রতারনামুলক ভাবে সম্মতি আদায় করিয়া অথবা ১৬ বৎসরের কম বয়সের নারীর সহিত তাহার সম্মতি সহ বা সম্মতি ছাড়া যৌন সঙ্গম করাকে বুঝায় । নারী ও শিশু নির্যাতন দমন বিষেশ আইন ২০০২ ্ এর ৯ (১) ধারামতে, যদি কোন পুরুষ বা কোন নারী বা শিশুকে ধর্ষণ করে, তবে সে ব্যাক্তি যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ইহার অতিরিক্ত অর্থদন্ডেও দন্ডিত হইবে। (ধর্ষিতা অবস্থায় প্রচলিত ও প্রযোজ্য আইন প্রাধান্য পাইবে) উল্লেখ্য, বর্তমান অবস্থায় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ্আইন ২০০২ এর বিধান প্রাধান্য পাবে।

The definition of Rape oxford dictionaries:

1.The Crime, typically committed by a man, of forcing another person’s to have sexual inter course with the offender against their will.

‘ he denied to charges of Rape’

‘ he had committed at least to Rape’

‘ a Rape Victims’

I.I The abduction of a woman, especially for the purpose of having intercourse with her.

‘ the Rape of the Sabine women’

1.The wanton destruction are spoiling of a place.

‘ the Rape of the countryside’

পরিচিতি : আইন বিশেষজ্ঞ ও আইনজীবী, বাংলাদেশ সুপ্রিমকোর্ট/সম্পাদনা : মাহবুবুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়