শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৮, ০৪:০৮ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০১৮, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক বান্ধবী, কেমন বান্ধবী?

সৈয়দ রশিদ আলম : ১৮ মার্চ রবিবার, সকাল ১০ টায় মিরপুরের একটি ফাস্ট ফুডের দোকানে উপস্থিত হলাম। সেখানে উপস্থিত হয়েছেন বেশ কয়েকজন নারী পুরুষ, তরুন-তরুনী । তাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা হলো। তাদের কথা আমি নাকি ভালো লিখি? এরপর মিরপুর কমার্স কলেজের এক যুবককে লক্ষ্য করলাম তিনজন ফেসবুক ফ্রেন্ডদের সাথে চ্যাটিং করছেন, অনুমতি নিয়ে জানতে চাইলাম কার সাথে আপনি চ্যাটিং করছেন, তিনি উত্তরে বললেন ফেসবুক বান্ধবীদের সাথে। শব্দটা শুনে অবাক হয়ে গেলেও বলার কিছুই ছিল না। বর্তমানে সারা পৃথিবীতে ফেসবুক ব্যবহারকারীরা বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছেন। এরা মনে করছেন ফেসবুক ফ্রেন্ডরা আমার ফেসবুক বান্ধবী বা বন্ধু।

কিন্তু কয়েকদিন যেতে না যেতেই এই ফেসবুক প্রেমীরা ফেসবুক খুলে দেখেন তার প্রিয়তম বান্ধবী বা বন্ধু উধাও হয়ে গেছেন। এরা কি মঙ্গল গ্রহে পালিয়ে গেছেন? না, সাময়িক ভাবে ফেসবুকে সময় দিতে গিয়ে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হলেও সেটা যে চিরস্থায়ী না এটা বুঝতে অনেকেই বিলম্ব করে ফেলেন। যার ফলে প্রতিদিন অগনিত নারী পুরুষ প্রতারিত হচ্ছেন। অনেকের সংসার ভেঙ্গে যাচ্ছে। মধ্যবৃত্ত বাঙ্গালী সমাজে সবচাইতে ঘৃণা করা হয় পরকীয়াকে। এখন এই পরকীয়া গ্রামেও পৌঁছে গেছে ফেসবুকের কল্যাণে। কোন রমনী যদি সুন্দরী হন আর তার স্বামী যদি দরিদ্র হন তাহলে সেই সুন্দরী রমনীর প্রতি দরদ দেখাতে শত শত দেবরের আর্বিভাব ঘটে। এরা তাদের প্রিয় ভাবীর কোন কষ্টই সহ্য করতে পারেন না।

সারাদিন ভাবীর জন্য চোখের জল ফেলতে থাকেন। অতি গোপনে ভাবীর সাথে ফেসবুক চ্যাটিং করতে থাকেন আর ভাবীও জানেন এই পাগল প্রেমীরা সাময়িকভাবে আসছেন আবার সাময়িকভাবে হারিয়ে যাবেন। যে টুকু নেওয়ার এই দেবরদের কাছ থেকে ঐসব প্রিয় ভাবীরা আদায় করে নেন। এর ফলে নৈতিক অবক্ষয় প্রতিদিন তৈরি হচ্ছে। সাধের সংসার ভেঙ্গে যাচ্ছে। ভেঙ্গে যাচ্ছে বিশ্বাস ও ভালোবাসার সংসার, কারণ ফেসবুক, এই ফেসবুকের কল্যাণে এমন দরদী বন্ধু বান্ধবী আপনি পেয়ে যাবেন যাদেরকে মনে হবে এরাই আমার একমাত্র আপন। কিন্তু যখন দেরি হয়ে যাবে তখন টের পাবেন এরা প্রত্যেকই অতিথি পাখি। হঠাৎ করে এরা আপনার জীবনে এসেছেন আবার হঠাৎ করে এরা হারিয়েও যাবেন।

ভালোবাসার জগৎ হচ্ছে চিরন্তন ও পবিত্র। যারা এই বন্ধনে জড়িয়ে গেছেন তারাই জানেন এর মাঝে কেমন প্রেম ও যন্ত্রণা লুকিয়ে আছে। কিন্তু ফেসবুক বান্ধবীদের জন্য যারা অশ্রুবর্ষণ করছেন তারা অনেক দেরী করে ফেলেছেন, এখন তারা কেউ গজল, সাকি, কেউ বা সূরার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন। নিজের যন্ত্রণা ভোলার চেষ্টা করছেন। কিন্তু যন্ত্রণা কখনোই ভুলে থাকার জন্য আসে না, আসে চিরকালের জন্য। যদিও ফেসবুক প্রেম, কিন্তু তারপরও প্রেম। প্রেম আপনাকে কাদাবে, আমাদের কাঁদাবে এটাই প্রেমের চিরন্তন ধর্ম।

লেখক: গবেষক, প্রাবন্ধিক/সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়