শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৮, ০৩:৫৬ রাত
আপডেট : ২১ মার্চ, ২০১৮, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেল জরিমানা হওয়াই উচিত

কেয়া কাকলি : বাসা বাড়িতে এডিস মশার প্রজনন ক্ষেত্র পাওয়া গেলে জেল জরিমানার কথা বলেছেন মেয়র সাইদ খোকন। এটা অবশ্যই হওয়া উচিত। মানুষ নোংরা করে রাখে সব কিছুকে, তারা এখনো সচেতন হয়নি। এতে করে মানুষ সচেতন হবে। জেল জরিমানা যদি নাও হয় অন্তত সচেতনতা বাড়বে এবং মশার উপদ্রপ টাও কিছুটা কমে যাবে। মানুষ এমনিতে কখনই সংশোধন হবে না। বাঙালি সংশোধনের জাতি নয়।

সুতরাং দুই-একজনকে জেল জরিমানা করতেই হবে এবং ভয় দেখাতেই হবে। আমি ব্যক্তিগত ভাবে এটা চেষ্টা করি যেন, আমার বাড়িঘর সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে স্প্রে করা হয়, তা যথেষ্ট নয়। যাদেরকে দিয়ে স্প্রে করানো হয়, তারা ততোটা সচেতন নয়। তারা কোন রকম দায় সেরে চলে যায়। স্প্রের ক্ষেত্রে যদি সাইন্টিফিক এমন কোন কিছু পদক্ষেপ গ্রহণ করা হতো, ধুয়া হবেনা কিংবা মানুষের নাকে প্রবেশ করবেনা তাহলে ভালো হতো। মশা মারা যাচ্ছে এটা ভালো, তবে ধোয়াতে মানুষেরও ক্ষতি হয়, এটাও তো মাথায় রাখতে হবে। সরকারিভাবে উদ্যোগ নিয়ে সমস্ত এলাকাগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখা উচিত বলে আমি মনে করি।

পরিচিতি : ছাত্রী, আজিমপুর সরকারি কলোনির বাসিন্দা/মতামত গ্রহণ : মাহবুবুল ইসলাম/সম্পাদনা : শাখাওয়াত উল্লাহ

  • সর্বশেষ
  • জনপ্রিয়