শিরোনাম
◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৮, ০৩:১৬ রাত
আপডেট : ২১ মার্চ, ২০১৮, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন তালাকের বিরোধিতায় ভারতের মুসলিম নারীরা

রবিন আকরাম : তিন তালাক বিল শুধু মুসলিম বিরোধী নয়, এটি মানব ও পরিবার বিরোধী। এমনই অভিযোগ তুললেন ভারতের মুসলিম মহিলাদের একাংশ। সেই সঙ্গে কেন্দ্রের আনা তিন তালাক বিলের বিরোধিতায় পথে নামল তারা। মহারাষ্ট্রের নাগপুরে প্রস্তাবিত তিন তালাক বিল নিয়ে বিক্ষোভ দেখাল শতাধিক বোরখা পরিহিতারা।

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মহিলা শাখার তরফে একটি বিক্ষোভ ব়্যালির আয়োজন করা হয় ভারতের নাগপুরে। সরকার যাতে বিলটি প্রত্যাহার করে নেয় তার দাবিতে পথে নামেন তারা। ব়্যালিতে অংশগ্রহণ নেওয়া মুসলিম মহিলাদের বক্তব্য, তিন তালাক বিল মুসলিম বিরোধী। এতে মুসলিম মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা বিঘ্নিত হবে। বিলটিকে তারা মানব ও পরিবার বিরোধী বলেও অ্যাখ্যা দেন।

তিন তালাক বিলের বিরোধীতায় আগেও পথে নেমেছেন মুসলিম মহিলারা। মার্চ মাসের শুরুতে পুনেতে একদল মুসলিম মহিলা তিন তালাক বিল প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ দেখায়। গত বছর ভারতের সুপ্রিম কোর্ট তালাক-ই-বিদ্দত বা তাৎক্ষণিক তিন তালাককে অবৈধ বলে ঘোষণা করে। তারপর থেকে আড়াআড়ি বিভক্ত মুসলিম সমাজ। একদল এই রায়কে যেমন স্বাগত জানিয়েছে। তেমনই বিরুদ্ধ সুর শোনা গিয়েছে অন্য পক্ষের গলায়।

সেই ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয় আইন এনে এটিকে কার্যকর করার। শীর্ষ আদালতের নির্দেশের পরই সরকার তিন তালাক বিরোধী বিল নিয়ে আসে। প্রস্তাবিত বিলে বলা হয়, তাৎক্ষণিক তালাক দিলে সংশ্লিষ্ট ব্যক্তির তিন বছরের জেল হবে। এতেই অনেকে আপত্তি জানিয়েছে। লোকসভায় বিলটি পাশ হলেও রাজ্যসভায় আটকে যায় বিলটি। সূত্র: কলকাতা ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়