শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৮, ১১:০৪ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০১৮, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপনীয়তা ইস্যুতে ব্যবসায়িক ঝুঁকিতে ফেসবুক

ডেস্ক রিপোর্ট : চলতি বছরের মে মাস থেকে ইউরোপীয় ইউনিয়ন (্ইইউ) নতুন গোপনীয়তা আইন কার্যকর করতে যাচ্ছে। এর ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বড় ধরনের ব্যবসায় ঝুঁকিতে পড়বে বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্স।

বিশেষজ্ঞদের তথ্যমতে, ইউরোপীয় অঞ্চলে জেনারেল ডাটা প্রটেকশন রেগুলেশন (জিডিপিআর) আইনটি কার্যকর হলে গ্রাহক তথ্যের সুরক্ষা দেয়া সম্ভব হবে। জিডিপিআর আইন অনুযায়ী, গ্রাহক তথ্যের সুরক্ষা নিশ্চিতে ব্যর্থ হলে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইনভঙ্গকারী প্রতিষ্ঠানকে জরিমানা করতে পারবে। এক্ষেত্রে আইনভঙ্গকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের বার্ষিক রাজস্বের ৪ শতাংশ পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হয়েছে।

বিতর্কিত একটি রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ফেসবুকের বিপুলসংখ্যক গ্রাহকের ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়াই ব্যবহার করেছে এ বিষয়ক সংবাদ প্রকাশের পর গ্রাহক তথ্যের গোপনীয়তা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ফেসবুক। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গ্রাহক তথ্যের গোপনীয়তা নিয়েও উদ্বেগ বাড়ছে। পাশাপাশি ব্যবসায়িক ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

বেশ আগে থেকেই ফেসবুকের বিরুদ্ধে গ্রাহকের তথ্য অপব্যবহারের অভিযোগ রয়েছে। এ কারণে এর সমালোচকরা প্রতিষ্ঠানটিকে নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে আসছেন। তবে নতুন করে তথ্য অপব্যবহারের ঘটনা ফাঁস হলে সে দাবি আরো জোরালো হয়েছে।

গত শনিবার নিউইয়র্ক টাইমস ও লন্ডনের অবজারভার তাদের প্রতিবেদনে জানায়, যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা ২০১৪ সাল থেকে ফেসবুকের পাঁচ কোটির মতো গ্রাহকের ব্যক্তিগত তথ্য পেয়েছে। ২০১৫ সাল থেকে ফেসবুক এসব তথ্য মুছে ফেলার দাবি জানিয়ে এলেও তা মুছে ফেলেনি প্রতিষ্ঠানটি। ক্যামব্রিজ অ্যানালিটিকা ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচারণা চালিয়েছে।

গণমাধ্যমে এ খবর প্রকাশের আগেই গত শুক্রবার ফেসবুক এক ব্লগ পোস্টে জানায়, ট্রাম্প শিবিরের প্রচারণার জন্য পরিচিত একটি ডাটা কোম্পানি তাদের বেশকিছু গ্রাহকের তথ্যে প্রবেশাধিকার দিয়েছিল। তারা এসব তথ্য মুছে ফেলেনি।

প্রতিবেদনে বলা হয়, ২ লাখ ৭০ হাজার গ্রাহক এক গবেষককে তাদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। তবে গবেষক এসব তথ্য ক্যামব্রিজ অ্যানালিটিকার কাছে বিক্রি করেছে।

গত শুক্রবার ফেসবুক জানায়, ক্যামব্রিজ অ্যানালিটিকা ও গবেষক উভয়ই তাদের নীতি ভেঙেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার চিন্তাভাবনা চলছে।

ফেসবুকের এক সমালোচক ম্যাক্স স্ক্রিমস বলেন, ক্যামব্রিজ অ্যানালিটিকা ঘটনায় যুক্তরাজ্যভিত্তিক একটি কোম্পানি জড়িত। এর ফলে এ ঘটনায় ইউরোপিয়ান নাগরিকদের তথ্য ফাঁস হয়ে থাকতে পারে। এতে করে ফেসবুকের বিরুদ্ধে জিডিপিআর আইন প্রয়োগ করা যেতে পারে।

এদিকে গ্রাহক তথ্য বেহাত হওয়ার ঘটনা প্রকাশের পর পরই গত সোমবার ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ ৬০৬ কোটি ডলার শেয়ারমূল্য হারিয়েছেন। একই দিনে ফেসবুকের শেয়ারমূল্য ৭ শতাংশ কমেছে, যা ২০১৪ সালের পর সবচেয়ে বড় পতন।

গ্রাহক তথ্যের সুরক্ষা দিতে ফেসবুক সর্বদাই তত্পর থাকে, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বরাবরই এমন দাবি করা হয়। তবে সোস্যাল মাধ্যমটির সে দাবি ভিত্তিহীন, বিভিন্ন পক্ষ থেকে এমন মন্তব্য আসছে। অনেকেই ফেসবুকসহ অন্যান্য ইন্টারনেট প্লাটফর্মকে নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, ক্যামব্রিজ অ্যানালিটিকার ঘটনা প্রকাশের পর থেকে ইন্টারনেট বিজ্ঞাপনের ওপর নতুন নিয়ন্ত্রণ আরোপের প্রয়োজন অনুভূত হচ্ছে।

ডয়েচে ব্যাংক তার এক পূর্বাভাসে জানায়, ইউরোপে জিডিপিআর আইন কার্যকর হলে ফেসবুককে জরিমানা বাবদ বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হবে। এর ফলে প্রতিষ্ঠানটির মোট রাজস্ব আয় ৪ শতাংশ কমে যেতে পারে। মাঝারি কিংবা দীর্ঘমেয়াদের জন্য অথবা অন্যান্য দেশেও অনুরূপ আইন কার্যকর হলে বড় ধরনের ব্যবসায়িক ঝুঁকিতে পড়বে ফেসবুক।

বিশ্লেষকদের তথ্যমতে, প্রযুক্তি শিল্পে এখন আস্থার সংকট চলছে। এ সংকট থেকে উত্তরণে প্রতিষ্ঠানগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তাদের কর্মকাণ্ডকে আরো স্বচ্ছ করতে হবে। তবে গ্রাহক তথ্য সুরক্ষার মাধ্যমে হারানো বিশ্বাস ফিরিয়ে আনা সম্ভব বলে তারা মত দিয়েছেন। সূত্র : বণিক বার্তা

  • সর্বশেষ
  • জনপ্রিয়