শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৮, ০৯:৩৮ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০১৮, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বই মানেই অনেক অনেক আনন্দ

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দৈনিক করতোয়ার প্রকাশক ও সম্পাদক লায়ন মো: মোজাম্মেল হক বলেছেন, একটি বই একটি বন্ধুর সমান আর একটি পাঠাগার অনেক বন্ধুর সমান। বই পড়ার মতো আনন্দ কোথাও নেই, পাঠাগার মানে অনেক অনেক বই। বই মানেই অনেক অনেক আনন্দ।

সোমবার রাতে পার্বতীপুর শহরের স্বনামধন্য সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ইয়ংস্টার ক্লাব এবং শীতাতপ নিয়ন্ত্রিত পার্বতীপুর ইয়ংস্টার গণকেন্দ্র পাঠাগার পরিদর্শনকালে দৈনিক করতোয়ার প্রকাশক ও সম্পাদক লায়ন মোঃ মোজাম্মেল হক এসব কথা বলেন। এসময়  তিনি শীতাতপ নিয়ন্ত্রিত ইয়ংস্টার গণকেন্দ্র পাঠাগারের জন্য আজীবন দৈনিক করতোয়া ও ভোরের দর্পণ পত্রিকা সৌজন্য সংখ্যা কপি হিসেবে প্রদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ এএম মোঃ সাঈদ, দুইবারের এভারেষ্ট বিজয়ী এমএ মুহিত, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ মোতাহারুজ্জামান, পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির-২ পার্বতীপুর জোনাল অফিসের ডিজিএম মজিবুল হক, নওগার ঘোড়াদৌঁড়ের রানী তাসমিনা খাতুন, ইয়ংস্টার ক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজসেবী ক্রীড়া সংগঠক আমজাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

গণকেন্দ্র পাঠাগারে বর্তমান সদস্য সংখ্যা ৫শতাধিক। গণকেন্দ্র পাঠাগারটিতে নিয়মিত ২০টি জাতীয় দৈনিক বাংলা ও ইংরেজী প্রত্রিকা, সাপ্তাহিক, মাসিক পত্রিকা ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন ম্যাগাজিন জার্নাল সংরক্ষণ করা হয়। পাশাপাশি পার্বতীপুর ইয়ংস্টার গণকেন্দ্র পাঠাগারে বাংলাপিডিয়া (বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ), গল্প, উপন্যাস, সাহিত্য, ঐতিহাসিক, কবিতা, প্রবন্ধ সংগ্রহ, মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ, শরীর তথ্য, অর্থনৈতিক বিষয়ক বই, ধর্মী বিষয়াবলী বই, বিজ্ঞান বিষয়ক গ্রন্থ, রেফারেন্স, ক্লাসিক, এবং শিশুতোষ বইসহ প্রায় ৪ হাজার বইয়ের বিশাল ভান্ডার রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়